করোনা নিয়ে শুরু থেকেই মমতা ব্যানার্জী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পথে নেমে রাস্তায় ঘুরে সাধারণ মানুষের পাশে তাকে দাঁড়াতে দেখার গেছে বার বার। এদিন শুক্রবারও আবার গেলেন যাদবপুর এইটবি ও বাইপাসের অভিষিক্তা মোড়ে। দুজায়গাতেই তিনি স্পষ্ট করেই বলেন, “এখন অনেকে অনেক কথা বলছে। আমি কিন্তু আপনাদের জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন তা নিয়ে কোনও চেষ্টার কসুর করছি
না।”করোনা ভাইরাসের মোকাবিলা করতে সবাই এখন স্বেচ্ছায় ঘর বন্দী। তাদের ইচ্ছে হলেও কোনো উৎসব অনুষ্ঠান পালন করার নিয়মিত নেই। কিন্তু টা বলে তো আর সময় থেমে নেই। দেখতে দেখতে চলেই এলো পবিত্র রমজান। আজ রমজানের শুভ সূচনা হলো আর সেই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান যে এই সময়ে প্রত্যেককে বাড়িতে থাকতে হবে। বাড়ি থেকে যেন অবশ্যই তারা নিয়ম মেনে আচার পালন করেন। এদিন তিনি টুইট করে লেখেন,
“প্রত্যেককে রমজ়ানের শুভেচ্ছা ৷ একমাস উপবাসের জন্য প্রত্যেককে শুভেচ্ছা রইল ৷ এই পবিত্র মাসে নিজেদের চিনে নেওয়া এবং নতুন করে তৈরি করার প্রয়োজন ৷
এর আগেও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি বারবার বৈঠক করছেন প্রধানমন্ত্রী মোদীর সাথে সাথে। আর তিনি বলেছেন সাধারণ মানুষের পাশে তিনি সবাই সময় আছেন। তার জন্যে যদি করোনা হয়ে যায় তাও তিনি পিছপা হবেনা না। এছাড়াও মুখ্যমন্ত্রীদের সঙ্গেই হোক বা প্রশাসনিক বৈঠক- যাবতীয় কাজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই সারছেন তিনি।