বাংলা হান্ট ডেস্কঃ গতকাল নন্দীগ্রামে গুরুতর আঘাত পান তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার পায়ে, কোমরে চোট লাগে। বুকেও ব্যথা হয় ওনার। এরপর ওনাকে তড়িঘড়ি গ্রিন করিডর করে নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয়। উনি এখন চিকিৎসাধীন। উনি
তিনি বলেন, আমি আমাদের দলের কর্মী এবং সাধারণ মানুষকে বলছি, আমার গতকাল অনেক আঘাত লেগেছে। আমার মাথা, বুকে, পায়ে চোট লেগেছে। এরপর আমি সঙ্গে সঙ্গে কলকাতার উদ্দেশ্যে রওনা হই। এখন ডাক্তারদের তত্ত্বাবধানে আছি। আশাকরি দুই তিনদিনের মধ্যে আবার ফিরব আমি। তবে হয়ত হাঁটতে পারব না ঠিক করে। হুইল চেয়ারের সাহায্য নিতে হবে। আমি সবাইকে বলব শান্তি বজায় রাখতে। এমন কিছু করবেন না, যাতে অশান্তির সৃষ্টি হয়।
বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে রাজনৈতিক তরজা বেড়েছে। একদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেছেন যে, ওনাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আরেকদিকে, প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওনাকে কেউ ঠেলা দেয়নি। ওনার গাড়ির দরজা একটি খুঁটির সঙ্গে গিয়ে লাগে, তারপর ওনার সঙ্গে এই দুর্ঘটনা ঘটে।
বিজপির তরফ থেকে এই ঘটনার তদন্তের দাবি তোলা হয়েছে এবং ভিদিও ফুটেজ প্রকাশ্যে আনার দাবি করা হয়েছে। আরেকদিকে, তৃণমূল সাংসদ শিশির অধিকারী দাবি করেছেন যে, তৃণমূল নেত্রীকে কেউ ঠেলা দেন নি। ওনার গাড়ি খুঁটির সঙ্গে গিয়ে লাগে তারপরই এই বিপত্তি। তৃণমূলের পক্ষ থেকে কালকের এই ঘটনার জেরে জেলায় জেলায় বিক্ষোভ দেখানো হচ্ছে। অনেক জায়গায় পথ অবরোধ করে প্রতিবাদ করা হচ্ছে।