বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্রের মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করলেন মমতা

 

বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসগরের আবক্ষ মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করলন বিদ্যাসাগর কলেজে। আজ প্রথমে মুখ্যমন্ত্রী নতুন ভাবে নির্মিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন হেয়ার স্কুলে। শুভাপ্রসন্ন, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সেখানে মুখ্যমন্ত্রী শ্রদ্ধাজ্ঞাপন করেন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে। বিশিষ্টজনেরাও একে একে শ্রদ্ধাজ্ঞাপন করেন মূর্তিতে।

 

এরপর মুখ্যমন্ত্রী হেয়ার স্কুল থেকে মূর্তি নিয়ে হেঁটে বিদ্যাসাগর কলেজে পৌঁছন। সেখান ‘ঈশ্বরকে’ পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি। এখানে মমতা বলেন, “এটা মূর্তি ভাঙা নয় আমাদের কৃষ্টিকে আঘাত করা হয়েছে।”

9daa1 img 20190611 wa0021

মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙলেও বর্ণপরিচয়ের গুরুত্বকে ভেঙে দেওয়া যাবে না। একই সঙ্গে তাঁর গুজরাতে সম্মান পাননি তোপ গান্ধীজি বরং বাংলায় পেয়েছেন।


সম্পর্কিত খবর