নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী! কী নিয়ে হল আলোচনা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী )Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ আচমকা হাজির হন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে। নবান্নের পাঁচ তলায় অবস্থিত এই দপ্তরে গিয়ে তিনি কথা বলেন কর্মীদের সাথে। সেখানে গিয়ে লক্ষ্য করেন দপ্তরে অধিকাংশ কর্মী অনুপস্থিত (Absent)। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বুধবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী নিজের ঘরে না গিয়ে সোজা চলে যান পাঁচ তলায়। ঢুকে পড়েন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে। হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান সবাই। তৃণমূল সুপ্রিমোকে দেখে উপস্থিত কর্মীরা সকলেই উঠে দাঁড়িয়ে পড়েন। মুখ্যমন্ত্রী দপ্তরে ঢুকে দেখেন ফাঁকা পড়ে রয়েছে অধিকাংশ চেয়ার। সময় হয়ে গেলেও হাজিরা নেই অধিকাংশ কর্মীরই।

এরপর মুখ্যমন্ত্রী কথা বলেন দপ্তরে উপস্থিত কর্মীদের সাথে। তিনি তাদের কাছে জানতে চান যে গত ধর্মঘটের দিন তারা উপস্থিত ছিলেন কিনা। পাশাপাশি এদিন এত কর্মী আসেননি কেন, তাও জিজ্ঞেস করেন। এরপর টেবিলের উপর জমে থাকা ফাইল দেখে যারপরনাই অসন্তুষ্ট হন মমতা বন্দ্যোপাধ্যায়। খানিকক্ষণ তিনি কথা বলেন কর্মীদের সাথে। তবে, কর্মীদের সাথে আলোচনা সেরেই ফিরে আসেন নিজের ঘরে।

mamata sad

মুখ্যমন্ত্রীর আচমকা এই পরিদর্শনের পর প্রশ্ন উঠতে থাকে তিনি হঠাৎ কেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে এলেন? এই দপ্তরের বিরুদ্ধে কোনও অভিযোগ কি তার কাছে গিয়েছিল? সূত্রের খবর, এই দপ্তরের অধিকাংশ কর্মী বাম কর্মচারী ইউনিয়নের সাথে যুক্ত। গত ১০ ই মার্চ ধর্মঘটের দিন অধিকাংশ কর্মী অনুপস্থিত ছিলেন। সেই ব্যাপারে তদারকি করতেই আজ তিনি পৌঁছান স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X