বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মানুষের বিপুল সমর্থন নিয়ে ২০২৪ এর উপ নির্বাচনে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। বিরোধীদের কার্যত দুরমুশ করে ছয় কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যা দলকে নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন জোগানোর কাজ করছে।
নৈহাটির বড়মার দর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)
ভোটের দিন নৈহাটি কেন্দ্রে মন্দির বন্ধ থাকা সত্ত্বেও বড়মার পুজো দিতে গিয়ে সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছিলেন সেখানকার তৃণমূল প্রার্থী সনৎ দে। কিন্তু সেই বিক্ষোভ কোনো প্রভাবই ফেলতে পারিনি উপনির্বাচনের ফলাফলে। সে কথা স্পষ্ট তৃণমূল নির্বাচনী ফলাফলে। তৃণমূল প্রার্থীকে খালি হাতে ফেরাননি নৈহাটির বড়মা।
এবার এই জাগ্রত মন্দিরেই পদার্পণ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা যাচ্ছে এদিন দুপুর আড়াইটে নাগাদ বড়মার দর্শনে মন্দিরে যাবেন তিনি।নিয়ম অনুযায়ী দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ থাকে। তাই মুখ্যমন্ত্রীর বড়মার দর্শন পেতে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কোনো সমস্যা না হয় সেই জন্যই ওই সময়টিকেই মন্দির কর্তৃপক্ষ বেছে নিয়েছেন বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: এবার ‘সমান সুযোগ পাবে’ কেন্দ্র আর রাজ্য! বড় উদ্যোগ দিল্লির
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই সফরকে কেন্দ্র করেই নৈহাটি এলাকায় বড়মার মন্দির সংলগ্ন এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আজ মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জেলা প্রশাসনিক স্তরের শীর্ষকর্তারা ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছেন নিজেদের মধ্যে। জানা যাচ্ছে,নৈহাটির সমিতির ট্রাস্টের সঙ্গে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তারা। তাঁদের মধ্যে অন্যতম ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা।
প্রসঙ্গত নৈহাটির নির্বাচনে বিরাট সাফল্যের পর মুখ্যমন্ত্রীর বড়মার দর্শনে আসা বিরাট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও বড়মা কমিটির সভাপতি তথা নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই সফরের সাথে কোনও রাজনৈতিক কর্মসূচি জড়িয়ে নেই। তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রীর অনেক দিনের ইচ্ছাকে মান্যতা দান। আজ তিনি বড়মার দর্শন করতে আসছেন।’