লোকসভার আগে মাস্টারস্ট্রোক! রাজবংশীদের জন্য উপহারের ঝুলি নিয়ে হাজির মমতা, উত্তরবঙ্গে বড় চমক

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে ৫ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার থেকে ৫ দিনের ম্যারাথন কর্মসূচী রয়েছে মমতার। সোমবার কোচবিহারে (Coochbehar) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই দিনই আবার শিলিগুড়িতে (Siliguri) পাট্টা বিলি করবেন মুখ্যমন্ত্রী। এই পাঁচ দিনে মোট আট জেলায় পৌঁছবেন মমতা।

সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। কোচবিহার শহর ও শহর লাগোয়া গ্রামে একাধিক হেরিটেজ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নবনির্মিত হেরিটেজ গেট, নতুনভাবে সাজিয়ে তোলা সাগরদিঘি এবং বৈরাগী দিঘি এবং চিলা রায়ের মূর্তির উদ্বোধন করবেন।

এই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজবংশী (Rajbanshi) ভাষা সরকারি স্কুলে পড়ানোর ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর রাজ্যে মোট ১৯২টি স্কুলে রাজবংশী ভাষা পড়ানো হবে। তার মধ্যে প্রায় ১২০টি স্কুল রয়েছে কোচবিহারে। বাকি ৭২টি রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভায় রাজবংশী ভোট তৃণমূলের ভোটব্যাঙ্কে টানতেই মাননীয়ার এই পদক্ষেপ। এ ছাড়াও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৪৩টি নতুন বাসের সূচনা করার কথা।

পরদিন মঙ্গলবার দুপুরে রায়গঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান শেষে বিকেলে আবার বালুরঘাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। এককথায় উত্তরে ঠাসা কর্মসূচী। মঙ্গলবার অনুষ্ঠান শেষে বালুরঘাটেই রাত্রিবাস করবেন মমতা। এরপর বুধবার প্রথমে মালদা হয়ে পরে মুর্শিদাবাদে এসে আরও এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

mamata f

আরও পড়ুন: দুই বিচারপতির সংঘাতের জেরে বড় পদক্ষেপ! জাস্টিস গাঙ্গুলি বনাম সেন মামলায় কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

মুর্শিদাবাদ থেকে বুধবার নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছবেন। রাতে সেখানেই বিশ্রাম নেবেন মুখ্যমন্ত্রী। এরপর বৃহস্পতিবার শান্তিপুরে সরকারি অনুষ্ঠান রয়েছে মমতার। সেই অনুষ্ঠান মিটিয়ে সেইদিনই সোজা কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। রবিবার উত্তরবঙ্গ থেকে শুরু হয়ে বৃহস্পতিবার মমতার জেলা সফর শেষ হবে শান্তিপুরে। তারপর সোজা ফিরে যাবেন কলকাতায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর