দিঘার জন্য নৌবাহিনীর কাছে একটি সাবমেরিন চাইলেন মুখ্যমন্ত্রী মমতা

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি উত্তরবঙ্গ সফরে একাধিক কর্মসূচির সূত্রে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকে ফিরেই পুনরায় ব্যস্ত কার্যক্রমে সামিল করলেন নিজেকে। এদিনই ভবানীপুরের জোড়া খুন মামলায় ঘটনাস্থলে হাজির হন তিনি আর তার মাঝেই আবার পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নেন নিউটাউনকে।

সম্প্রতি, নিউটাউনে এয়ারক্রাফট মিউজিয়াম তৈরি করার ঘোষণা করে রাজ্য সরকার। বলে রাখা ভালো, এই মিউজিয়ামটি তৈরি করা হয় ভারতীয় নৌবাহিনী এবং কলকাতা মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগে। এদিন এই মিউজিয়ামটির উদ্বোধন করতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তবে তাঁর নজর যে কেবল কলকাতাতেই আটকে নেই, সে কথা আবারও প্রমাণ করলেন তিনি। ভারতীয় নৌবাহিনীর কাছে এদিন মুখ্যমন্ত্রী জানান, “দীঘায় যদি একটা সাবমেরিন তৈরি করা যায়, তবে কেমন হয়! এক্ষেত্রে মেয়াদ উর্ত্তীণ কোনো একটি সাবমেরিন অন্তত প্রদর্শনের জন্য যদি জমা রাখা যায়, তবে আমরা সেটিকে দীঘায় অপরূপ সাজে সজ্জিত করতে পারব।”

প্রসঙ্গত, ভাইজ্যাকে সম্প্রতি একটি সাবমেরিন মিউজিয়াম তৈরি করেছে সেখানকার সরকার আর তা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের সেই প্রসঙ্গ টেনে দিঘাতে মিউজিয়াম তৈরি করার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় আসার পর বিগত বেশ কিছু বছরে পুরনো এবং নিউ দীঘায় একাধিক রদবদল ঘটানো হয়েছে। একাধিক নতুন প্রযুক্তির সঙ্গে সজ্জিত করা হয়েছে দিঘাকে। এমনকি, সম্প্রতি মেরিন ড্রাইভের রাস্তা পর্যন্ত প্রায় শেষ হয়ে গিয়েছে বলে খবর। আর এরই মাঝে যদি সাবমেরিন মিউজিয়াম তৈরি করা যায়, তবে সেটি যে পর্যটকদের অন্যতম আগ্রহের বিষয় হয়ে দাঁড়াবে, তা বলা বাহুল্য।

mamata 32 1

প্রসঙ্গত, নিউটাউনে যে এয়ারক্রাফট মিউজিয়াম তৈরি করা হয়েছে, তার বিশেষত্ব অনেকাংশে রয়েছে বলে দাবি নৌবাহিনীর। এক্ষেত্রে ব্যবহৃত এয়ারক্রাফটগুলি কারগিল যুদ্ধের সময় থেকে শুরু করে একাধিক ইতিহাসের সন্ধিক্ষণে ব্যবহৃত বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে নৌবাহিনী প্রধান বলেন, “নিউটাউনে যে মিউজিয়ামটি তৈরি করা হয়েছে, সেখানে এয়ারক্রাফটগুলি বহু ইতিহাসের সাক্ষী রয়েছে। এক্ষেত্রে একটি এয়ারক্রাফট যেমন কারগিল যুদ্ধের সময় ব্যবহার করা হয়, অপরদিকে অন্য একটি এয়ারক্রাফট আমরা এখানে সামিল করেছি, যেটির আকাশপথে মোট 3000 ঘন্টার ওড়ার রেকর্ড রয়েছে।”


Sayan Das

সম্পর্কিত খবর