‘যে থালায় খান, সেটাই ফুটো করেন, কংগ্রেসকে ধ্বংস করার ইচ্ছা’, মমতাকে আক্রমণ অধীরের

বাংলাহান্ট ডেস্কঃ জাতীয় স্তরে জোট গড়ার স্বপ্ন দেখিয়ে, বাংলায় ফিরে পূর্বের মতনই কংগ্রেসকে লাগাতার আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনি শুধু একাই নন, সেইসঙ্গে সামিল হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ভবানীপুর উপনির্বাচনের প্রচার থেকে শুরু করে তৃণমূলের মুখপত্র জাগোবাংলা-য় প্রকাশিত প্রতিবেদন, সবেতেই কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী।

এভাবে একের পর এক আক্রমণাত্মক বান নিজেদের দিকে এলেও চুপ করে বসে থাকার পাত্র নন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (adhir chaudhary)। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করা থেকে শুরু করে, প্রধানমন্ত্রীর সঙ্গে গোপন আঁতাত, সব মিলিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

congress tmc

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অধীর চৌধুরী বলেন, ‘২০১১ সালে কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রীর আসনে বসেও, এখন সেই দলকেই গ্রাস করতে চাইছেন মমতা। তিলে তিলে কংগ্রেসকে হত্যা করে বিজেপির উত্থান ডেকে আনছেন উনি। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন কংগ্রেসমুক্ত ভারত দেখতে চান, অন্যদিকে তেমনই কংগ্রেসমুক্ত বাংলা দেখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’।

তিনি আরও অভিযোগ তোলেন, ‘বিজেপির এই ৭৮ বিধায়ক, এতো মমতারই দান। মুখ্যমন্ত্রী যে থালায় খান, সেই থালাটাই আবার ফুটো করে দেন। কংগ্রেসকে আক্রমণ না করলে, কিংবা কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা না করলে, মুখ্যমন্ত্রীর মনে হয় পেটের ভাতই হজম হয় না। সেদিক থেকে দেখতে গেলে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে আমি কোন ভাষার পার্থক্য খুঁজে পাই না। এসব দেখেই মনে হয়, তাঁদের মধ্যে কোন গোপন সমঝোতা রয়েছে’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর