”ভেঙে পড়বেন না!” ৩৬ হাজার চাকরিহারাদের পাশে থাকার বার্তা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি মমতার

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Highcourt) নির্দেশে চাকরি হারিয়েছেন ৩৬ হাজার শিক্ষক। এমন অবস্থায় চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন থেকে চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ভেঙে পড়বেন না। আপনাদের জন্য রাজ্য সরকার আইনি লড়াই লড়বে।

এদিনের সাংবাদিক বৈঠক থেকে চাকরি বাতিলের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী নিশানা করলেন ডিএ আন্দোলনকারীদের। গত দু’বছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে বেনিয়মের অভিযোগে এর আগে চাকরি গেছে বহু শিক্ষক ও শিক্ষাকর্মীর। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছেন।

   

২০১৬ সালের প্যানেলভুক্ত যেসব চাকরিপ্রার্থীর প্রশিক্ষণ নেই তাদের চাকরি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আজ সেই প্রসঙ্গে বলতে গিয়ে ডিএ আন্দোলনকারীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা এবারও ৩ শতাংশ ডিএ পেয়েছে। তারপরে লড়াই করছে রোজ। ৩৬ হাজার চাকরি ওদের জন্য গেল। অসহায় হয়ে পড়ল এতগুলো পরিবার। আমরা ডিভিশন বেঞ্চে যাব।”

mamata banerjee

এরপর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “শুনেছি ডিপ্রেশনে ভুগছে অনেকে। ভেঙে পড়বেন না আপনারা, মন খারাপ করবেন না। আমাদের সরকার মানবিক। আইনি লড়াই লড়বো আমরা। আপনারা ভালো থাকবেন আশা করি।” এরই সাথে ফিরহাদ হাকিমের সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী আজ ডিএ আন্দোলনকারীদের বলেন, কেন্দ্রের চাকরি প্রয়োজনে বেছে নিতে পারেন। তাহলে বেশি ডিএ মিলবে। ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর