নিজেদের হাইফাই দেখাতে জোরে গাড়ি চালানো বন্ধ করুন! পুলিশকে বললেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা পুলিশের পদক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কলকাতা পুলিশকেই হুঁশিয়ারি দিলেন মমতা। খানিক ধমকের সুরেই জানালেন যে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করে রাস্তা ব্লক করা চলবে না পুলিশের বড় কর্তাদের।

এদিন খানিক কড়া মেজাজেই তিনি বলেন, ‘আমি মিনিস্টারদেরও বারণ করে দিয়েছি, লাল নীল আলো জ্বালাতে। কিন্তু পুলিশেরও কাউকে কাউকে দেখা যায় স্পিডে গাড়ি নিয়ে যেতে’ তারপরই খানিক ধমকের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হাইফাই দেখানোর জন্য স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছেন, পাবলিক দাঁড়িয়ে থাকছে, রাস্তা ব্লক থাকছে। মনে রাখবেন এটা মানুষ কিন্তু মোটেই পছন্দ করে না।’

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমিও ট্রাফিকে দাঁড়াতে পছন্দ করি। অনেক সময়ে লোককে দাঁড় করিয়ে রেখে আমার গাড়ি পাস করালে আমি বকাবকি করি। মানুষ যাবে, আমিও যাব। গাড়ি সচল থাকলে রাস্তা সচল থাকে। ‘

মাস খানেক আগের ঘটনা। এক রবিবার এক প্রশাসনিক বড়কর্তার যাওয়ার জন্য প্রায় মিনিট দশেক বন্ধ করে দেওয়া হয় ভিআইপি রোডের গাড়ি চলাচল। ফলে মারাত্মক যানজট সৃষ্টি হয় বাগুইআটি জোড়ামন্দির এলাকায়। তা নিয়ে স্বভাবতই তীব্র অসন্তোষ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। বলাই বাহুল্য, এহেন ঘটনা নিত্যদিনের সঙ্গী মহানগরে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রীই নন, রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে। তাই সাধারণ মানুষের মন বুঝেই এদিন তিনি হুঁশিয়ারি দিলেন পুলিশ কর্তাদের। তাঁর কাছে যে রাজ্যের মানুষের অধিকারই সর্বাগ্রে সাফ জানিয়ে দিলেন সেকথাই।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর