বাংলাহান্ট ডেস্কঃ দোরগোড়ায় কড়া নারছে ত্রিপুরার নির্বাচন। চলছে জমি দখলের তোরজোর। এরই মাঝে সোমবার দিল্লী সফরে গিয়েই সমস্যার সম্মুখীন হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজধানী সফরের প্রথম দিনেই প্রায় ৪৫ মিনিট ধরে অন্ধকারে থাকলেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, এদিন বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এনডিএমসি-র পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যার ফলেই এমন বিপত্তি ঘটে।
দিল্লী সফরে বেরিয়ে সোমবার বিকেল ৪ টে বেজে ২৫ মিনিট নাগাদ রাজধানীতে পা রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে বরাবরের মতোই ওঠেন সাউথ অ্যাভিনিউয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোয়। মুখ্যমন্ত্রী পৌঁছনোর কিছুক্ষণ পর প্রায় সন্ধ্যা পৌনে ৭ টা নাগাদ বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকা জুড়েই। ৪৫ মিনিট ধরে অন্ধকারেই কাটায় গোটা এলাকা।
ওই এলাকাতেই রয়েছেন বিশিষ্ট নেতা মন্ত্রীদের ঠিকানা। রাষ্ট্রপতি ভবন রয়েছে ঢিল ছোঁড়া দূরত্বেই। এমন হাই-প্রোফাইল জায়গায় কিভাবে ৪৫ মিনিট ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকল, তা নিয়ে উঠেছে নানারকম প্রশ্ন।
অন্যদিকে নির্বাচন পূর্বে বেশ সরগরম রয়েছে ত্রিপুরা। সেখানে জোর করে গাড়ি চালিয়ে মানুষ হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছিল তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) বিরুদ্ধে। সেই সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে রবিবার সন্ধ্যায় সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ।
এই ঘটনার প্রতিবাদ করে কলকাতা থেকে আইনজীবীদের নিয়ে আগরতলা ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোমবার সন্ধ্যায় সায়নীকে আদালতে পেশ করে ২ দিনের হেফাজত চাইলেও, ত্রিপুরা পুলিশের আবেদন খারিজ করে আদালত। উলটে মঞ্জুর করা হয় সায়নীর জামিনের আবেদন।