নবান্ন থেকেই ফিরহাদের বাড়িতে মুখ্যমন্ত্রী, মেয়েকে বললেন, মনে জোর রাখো আমি আছি

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সকালে রাজ্যের চার হেভিওয়েট নেতা বিধায়ক মদন মিত্র, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নারদ কান্ডে গ্রেপ্তার করে সিবিআই। আর তারপরেই নিজাম প্যালেসে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু যাওয়াই নয়, সিবিআইয়ের দপ্তরের সামনে তাকেও গ্রেপ্তার করতে হবে বলে কার্যত ধরনায় বসেছেন তিনি। লাভ অবশ্য তেমন কিছু হয়নি, কিছু সময়ের জন্য জামিন পেলেও ফের সোমবার রাতেই জেল হেফাজতে নেওয়া হয় চার নেতাকে। বলতো এখন প্রেসিডেন্সি জেলেই রয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে ফের একবার তিনি যে পাশে রয়েছেন এ কথা জানিয়ে দিলেন মমতা।

বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই গ্রেপ্তারি প্রসঙ্গে মমতা বলেছিলেন, ‘‘রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার চেষ্টা।  ববি অনেক কাজ করে, ও প্রথম কোভিশিল্ডের টিকা নিয়েছিল রাজ্যে।  সেই ববি, সুব্রত দাদের আটকে রেখেছে ওরা। অনেকটা সময় কেটে গেল ববি সুব্রতদারা কাজ করতে পারছে না। আশা করি এর সঠিক বিচার হবে।’’ এদিন নবান্ন থেকে বেরিয়ে ফের একবার ফিরহাদের বাড়িতে ছুটে গেলেন দিদি। সে সময় অবশ্য বাড়িতে ছিলেন না ববির স্ত্রী অথবা বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। একজন গিয়েছিলেন প্রেসিডেন্সি কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে। আর অন্যজন তখন গিয়েছেন আইনজীবীর সাথে পরামর্শ করতে। ফলতো বাড়িতে ছিলেন ববির মেজো মেয়ে সাব্বা হাকিম। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

যদিও বাড়িতে ঢোকেননি মুখ্যমন্ত্রী, তবে বাইরে দাঁড়িয়ে এদিন তিনি ফের একবার আশ্বস্ত করেন ফিরহাদ-কন্যাকে। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, “এটা পলিটিক্যাল ফাইট। একদম ভয় পাবে না। আমি আছি। মনের জোর রেখো।” রাজনৈতিক মহলের মতে, একসঙ্গে তিন হেভিওয়েটের বিস্তারিত এই মুহূর্তে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল৷ অন্যদিকে আশঙ্কার খাঁড়া ঝুলছে সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের মাথাতেও। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে এই তিন সাংসদকে গ্রেপ্তার করার জন্যেও লোকসভার স্পিকারকে চিঠি পাঠিয়েছে সিবিআই। যদিও অনেকে মনে করছেন, এবারের মত বেঁচে গেলেন সৌগত, কাকলি এবং প্রসুন। তবে অবশ্যই আগামী দিনে বদলাতে পারে সমীকরণ। আর এই অবস্থাতে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করা দরকার দলনেত্রীর। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই ফের একবার ফিরহাদের বাড়ি থেকে বার্তা দিলেন তৃণমূল নেত্রী।

Abhirup Das

সম্পর্কিত খবর