বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) দুর্নীতি মামলায় ইতিমধ্যে ইডির (ED) হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দলের সকল বিধায়ক পদ থেকে ইতিমধ্যেই তাঁকে বহিষ্কার করেছে দল। তবে বেহালা পশ্চিমের বিধায়ক পদে এখনো পর্যন্ত নিযুক্ত রয়েছেন পার্থ আর আগামী ১৪ ই আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে তাঁর এলাকাতেই পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাভাবিকভাবেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেহালাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকে তাকিয়ে সকলে।
উল্লেখ্য, প্রতিবছরই ১৫ ই আগস্ট বেহালা পশ্চিম এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। তিন বছর পূর্বে ২০১৯ সালেও বেহালার ম্যান্টন এলাকায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সেই সময় তৃণমূল দল ছেড়ে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠে এবং স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, শোভন চট্টোপাধ্যায়ের স্থানে বেহালা পূর্বের সংগঠন সামলাবেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের বিধায়ক পদে নিযুক্ত থাকলেও বিশেষজ্ঞদের মতে, পরবর্তী বিধানসভা ভোটে সম্ভবত তাঁকে নির্বাচনের টিকিট প্রদান করবে না তৃণমূল নেতৃত্ব। ফলে সেই পরিস্থিতিতে নয়া কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন কিনা মুখ্যমন্ত্রী, তার জানা যাবে আগামীতেই।
উল্লেখ্য, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলা ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং সোনা গয়না উদ্ধার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন প্রাক্তন তৃণমূল মহাসচিব। যদিও পার্থকে গ্রেফতারের মাঝেই তাঁকে দলের সকল পদ থেকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। ফলে বেহালা পশ্চিম এলাকায় বিধায়কের পাশাপাশি সংগঠনের জন্য যে নয়া কোনো পরিকল্পনা নিতে চলেছে ঘাসফুল শিবির, তা বলাবাহুল্য।
এর মাঝে এদিন দলীয় এক নেতা জানান, “আশা রাখছি অনুষ্ঠান চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন। তিনি যদি কোন মন্তব্য করেন, তাতে আদতে আমাদের কর্মীরা চাঙ্গা হবেন। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর বেহালা পশ্চিম এলাকার মানুষের মধ্যে যথেষ্ট কৌতুহল রয়েছে। আশা রাখছি, স্বাধীনতা দিবসের আগের দিন সব জল্পনা মিটে যাবে।” তবে আগামী ১৪ ই আগস্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে কর্মীদের চাঙ্গা করার জন্য মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনরকম বার্তা পৌঁছে দেওয়া হয় কিনা, সেটাই দেখার।