‘আরজি কর চিকিৎসকের মৃত্যু কাণ্ডে CBI সঠিক তদন্ত করলে গ্রেফতার হবেন মমতা’, তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের গন্ডি পেরিয়ে দেশ-বিদেশেও ছড়িয়েছে উত্তাপ। আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল সর্বত্র। গত শুক্রবার রাতে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় (Doctor Rape and Murder Case) ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে।

এবার গ্রেফতার হবেন মমতা? (Mamata Banerjee)

আর জি কর কাণ্ডে মমতা সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে উঠেছে আওয়াজ। ওদিকে কেবল সাধারণ মানুষ বা বিরোধীরাই নয়, ঘটনায় মুখ খুলেছেন শাসকদলের নেতা, বিধায়কেরাও। যা নিয়ে বিড়ম্বনা বাড়ছে মমতার। আর এসবের মাঝেই এবার বিস্ফোরক দাবি করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)।

   

শনিবার মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নওশাদ। সেই সাক্ষাৎ শেষে বিধায়ক বলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই যদি সঠিক তদন্ত করে তাহলে গ্রেফতার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নওশাদ বলেন, ‘আরজি করের এই ঘটনা শুধুমাত্র খুন বা ধর্ষণ নয়। এর পিছনে বহু রহস্য লুকিয়ে রয়েছে। যার কিনারা সিবিআই করতে পারলে সঠিক তদন্ত হলে এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীও গ্রেফতার হতে পারেন।’ প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

Mamata

আরও পড়ুন: ঠেলার নাম বাবাজি! চাপে পড়ে পিছু হঠল রাজ্য! চিকিৎসকদের নিয়ে নয়া সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের

আর জি করে ডাক্তারের রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ওদিকে দফায় দফায় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই। শুক্র ও শনিবার ম্যারাথন জেরার পরও এদিনও সিজিওতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর