‘মমতাই ভারতের যোগ্য প্রধানমন্ত্রী!’, চাঞ্চল্যকর দাবি BJP নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

বাংলা হান্ট ডেস্ক : ফের চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন বিজেপি (Bharatiya Janata Party) নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। যা বলেছেন তা তিনি আগেও বলেছেন। তিনি বলেন দেশের যোগ্য প্রধানমন্ত্রী (Prime Minister of India) হতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দূরদৃষ্টি এবং সাহস, দুই-ই আছে।

বিজেপি নেতা এদিন আরও জানান, তৃণমূল নেত্রীর (Trinamool Congress) সঙ্গে তাঁর বেশ ভালই যোগাযোগ রয়েছে। দিন দশ আগেও তাঁদের মুখোমুখি কথা হয়েছে বলে জানান তিনি। তাঁদের কথার বিষয় ছিল ২০২৪ এর লোকসভা ভোট। স্বামী বলেন, দেশে শক্তিশালী বিরোধী পক্ষ দরকার।

   

mamata

প্রসঙ্গত, বিজেপির প্রাক্তন সাংসদ স্বামীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সম্পর্ক প্রথম থেকেই খারাপ। নোটবন্দি, তড়িঘড়ি জিএসটি চালু সহ মোদি সরকারের একাধিক ইস্যুতে বিরোধীদের সুরেই গলা চড়িয়েছেন তিনি। তাঁর কথায়, অর্থনৈতিক ক্ষেত্রে মোদি সরকার সবচেয়ে ব্যর্থ। কলকাতায় একটি বণিক সভার অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন স্বামী। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে যোগ্য নেতা বলার পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন।

নরেন্দ্র মোদি এবং গৌতম আদানি প্রসঙ্গও আসে আলোচনায়। আদানি ইস্যু প্রধানমন্ত্রী কেমন সামলেছেন সেই প্রশ্নে স্বামীর জবাব, সঠিক সিদ্ধান্ত হতে পারত প্রধানমন্ত্রীর পদত্যাগ।

মোদির আমলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও সরব হন এই বিজেপি নেতা। বলেন, প্রধানমন্ত্রীর দফতরের একজন যুগ্ম সচিব সাংবাদিকদের বলে দেন কোন খবরটা কেন প্রচার করতে হবে। খবরের সঙ্গে বিজ্ঞাপনের সম্পর্ক জড়িয়ে গিয়েছে বলেই দাবি তাঁর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর