উত্তর প্রদেশে প্রচারে যাবেন বাংলার মেয়ে, অখিলেশের হয়ে গলা ফাটাবেন মোদী-যোগীর গড়ে

বাংলা হান্ট ডেস্কঃ একুশের যুদ্ধে ভাঙা পায়ে বিজেপিকে (Bharatiya Janata party) হারিয়েছিলেন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর থেকেই জাতীয় রাজনীতিতে তাঁর গুরুত্ব দিনদিন বাড়তেই থাকে। ত্রিপুরা, গোয়া সহ একাধিক রাজ্যগুলোকে নিজেদের র‍্যাডারেও নিয়েছে তৃণমূল। বাদ যায়নি যোগীরাজ্যও। সেখানেই শাখা খুলে ফেলেছে ঘাসফুল শিবির।

তবে, এবারের নির্বাচনে সেখানে লড়বে না তা। এর বদলে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেই সমর্থন করা শ্রেয় মনে করেছেন মুখ্যমন্ত্রী মমতা। আর সেই উদ্দেশ্যেই এবার যোগীরাজ্যে প্রচারে যাচ্ছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশে একাধিক সভা করতে পারেন বলে জানা গিয়েছে। লখনউ, গোরক্ষপুর এমনকি মোদীর কেন্দ্র বারাণসীতেও মমতা সভা করবেন বলে জানা যাচ্ছে।

চব্বিশের নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলোকে এক করার লক্ষ্যে নেমেছে তৃণমূল কংগ্রেস। আর সেই ক্রমেই এবার যোগীর গড়ে পা রাখতে চলেছেন বাংলার মেয়ে। জানা গিয়েছে যে, লখনউতে অখিলেশ যাদবের মঞ্চে উপস্থিত থাকবেন তিনি। মঙ্গলবার অখিলেশের দূত বাংলায় এসে মমতার কাছে সাহায্য প্রার্থনা করেন। আর সেখানেই তিনি ইউপিতে গিয়ে প্রচার করার প্রতিশ্রুতি দেন বলে জানা গিয়েছে।

akhilesh mamata pti 759

আগামী মাসের ৭ তারিখে উত্তর প্রদেশের রাজধানী লখনউতে যাওয়ার কথা তৃণমূল নেত্রীর। এরপর ৮ তারিখে অখিলেশের সঙ্গে যৌথভাবে একটি ভার্চুয়াল র‍্যালি করার কথা রয়েছে ওনার। এরপর লখনউতে তিনি একটি সাংবাদিক বৈঠকও করছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এরপরও বারাণসী ও গোরক্ষপুরেও ওনার প্রচারে যাওয়ার কথা রয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর