বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার প্রায় ৪০ মিনিট ধরে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) এবং ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui)। নির্বাচনের এই মরশুমে কোনরকম রাজনৈতিক আলোচনা নয়, তাদের দুজনের মধ্যে শুধুমাত্র ধর্মসভা নিয়েই আলোচনা হয়েছে বলে দাবি জানিয়েছেন পিরজাদা ত্বহা সিদ্দিকী।
আগামী ৬ থেকে ৮ ই মার্চ- এই টানা ৩ দিন ফুরফুরা শরীফে বিরাট ধর্মসভা রয়েছে। সেখানে এই ৩ দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ত্বহা সিদ্দিকী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে শুধুমাত্র এই ধর্মসভা নিয়েই আলোচনা হয়েছে। শুধু তাই নয় ভোটের আগেই ফুরফুরা শরীফেও যেতে পারেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’।
ফুরফুরা শরীফের ত্বহা সিদ্দিকী আরও জানিয়েছেন, ‘ভোটের আগে ৯৯ শতাংশ চেষ্টা করব ফুরফুরা শরীফে গিয়ে প্রার্থনা করার- একথা জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’। পাশাপাশি তাদের দুজনের মধ্যে ৪০ মিনিট ধরে শুধুমাত্র ধর্মসভার বিষয়েই আলোচনা হয়েছে, কোনরকম রাজনৈতিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন ত্বহা সিদ্দিকী।