সমাজ কল্যাণে ব্রতী অরিজিৎ, গায়কের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক: সঙ্গীতের কেরিয়ারের পাশাপাশি অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সমাজ কল্যাণ মূলক কাজের ব্যাপারেও এখন সকলে অবগত। মুম্বইয়ের প্রথম সারির সঙ্গীতশিল্পী হলেও অরিজিৎকে বেশি দেখা যায় জিয়াগঞ্জেই। এখানেই জন্ম এবং বেড়ে ওঠা তাঁর। মুম্বইয়ে বাড়ি থাকলেও জিয়াগঞ্জের বাড়িতেই থাকেন অরিজিৎ। এমনকি ছেলেকেও তিনি ভর্তি করিয়েছেন এখানকার স্কুলেও।

নিজের কনসার্টের টাকা সামাজিক কাজে ব্যয় করেন অরিজিৎ। জিয়াগঞ্জে বিনামূল্যে একটি স্পোকেন ইংলিশ শেখার কোচিং সেন্টার খোলার পরিকল্পনা ছিল তাঁর। পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুরে একটি হাসপাতাল তৈরির স্বপ্নও রয়েছে তাঁর। এই উদ্যোগে এবার গায়কের পাশে দাঁড়ালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

mamata arijit

বৃহস্পতিবার মালদহ মুর্শিদাবাদ প্রশাসনিক বৈঠকে তিনি নির্দেশ দেন অরিজিতের হাসপাতাল তৈরির কাজে তাঁকে সাহায্য করতে। মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য পরিষেবার বিষয়ে আলোচনার সময়ে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকে তিনি নির্দেশ দেন, হাসপাতাল তৈরির কাজে অরিজিৎকে সর্বতোভাবে সাহায্য করতে।

আসলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়েই মুখ্যমন্ত্রীর সামনে হাসপাতালের পরিকল্পনাটা বলেছিলেন অরিজিৎ। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশাসনিক বৈঠকে বলেন, অরিজিৎ জেলার ছেলে। জেলার উন্নয়নের স্বার্থে কিছু করতে চায়।

এরপরেই তিনি জানান, হাসপাতাল তৈরির ব্যাপারে তাঁকে বলেছিলেন অরিজিৎ। জঙ্গিপুরে একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল রয়েছে ঠিকই, তবুও অরিজিতের পরিকল্পনার বাস্তবায়নে উদ্যোগীই দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর মতে, অরিজিতের হাসপাতাল তৈরি হলে তাতে জেলাবাসীরই সুবিধা হবে।

প্রসঙ্গত, হাসপাতাল তৈরির কথা আগেও শোনা গিয়েছে অরিজিতের মুখে। তাঁর মতে, মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি হলেই সার্বিক উন্নয়ন সম্ভব। এই কাজে এবার মুখ্যমন্ত্রীকে পাশে পেলেন অরিজিৎ।


Niranjana Nag

সম্পর্কিত খবর