মহালয়ার বিকেলেই পুজো উদ্বোধন মমতার! কোন কোন কমিটির? তালিকা তৈরিতে সতর্ক নবান্ন

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজো মানে বাংলার গর্ব, বাঙালির আবেগ। প্রত্যেক বছর পুজোর কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন বহু মানুষ। আর হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা শেষেই শুরু হয়ে যাবে মায়ের আরাধনা। এই বছরও রাজ্যের বেশ কয়েকটি কমিটির পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এই নিয়েই সামনে এল বড় আপডেট।

  • কোন কোন পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?

প্রত্যেক বছরই পশ্চিমবঙ্গের বেশ কিছু পুজোর (Durga Puja) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি এই কাজ সারেন তিনি। চলতি বছরও এর অন্যথা হবে না বলে খবর। তবে শোনা যাচ্ছে, এবার মুখ্যমন্ত্রী কোন কোন পুজোর উদ্বোধন করবেন তা নিয়ে সতর্ক নবান্ন।

আগামী অক্টোবর মাসের শুরুতেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে রাজ্যের কোন কোন পুজোর উদ্বোধন হবে তা নিয়ে বিশেষ সতর্ক প্রশাসন। জেলায় জেলায় পুজোর তালিকা তৈরির বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ সন্দেশখালি টু আরজি কর, বারবার অস্বস্তিতে শাসক দল! এবার বিরাট সিদ্ধান্ত রাজ্যের

জানা যাচ্ছে, ২ অক্টোবর তথা মহালয়ার দিন বিকেলে ভার্চুয়ালি বাংলার বহু পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে সেই তালিকায় কোন কোন পুজোর নাম থাকবে তা নিয়ে বেশ সতর্ক নবান্ন (Nabanna)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সিপি, এসপিদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হতে চলা পুজোর তালিকা তৈরি করা হবে। নবান্ন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

Mamata Banerjee

জানা যাচ্ছে, মমতার (Mamata Banerjee) হাতে উদ্বোধন হতে চলা দুর্গাপুজোর মন্ডপের তালিকা তৈরির আগে জেলার সিনিয়র জনপ্রতিনিধিদের সঙ্গেও এই নিয়ে কথা বলতে হবে। এরপর তালিকা চূড়ান্ত করে পাঠাতে হবে জেলাশাসকদের। নবান্নের তরফ থেকে নানান জেলাশাসকদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। অর্থাৎ চলতি বছর মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যের কোন কোন পুজোর উদ্বোধন হবে তা জানতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সকলকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর