বাংলাহান্ট ডেস্ক : চলতি মাসের শেষেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বৈঠক সারতে পারেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও৷ আর তা নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে বাংলার রাজ্য রাজনীতিতে।গত বছর নভেম্বর মাস নাগাদ দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে নিমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মমতা। কিন্তু বাণিজ্য সম্মেলনে দেখা মেলেনি প্রধানমন্ত্রীর। তা নিয়েও শুরু হয় খানিক বিতর্ক। কিন্তু এবার এরই মধ্যে আগামী ২৯ এপ্রিল দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৩০ এপ্রিল সব রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিদের বৈঠক।
সেখানে সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। এদিনের এই বৈঠকের পর মোদীর সঙ্গে একক বৈঠকও সারতে পারেন মমতা এমনটাই খবর সূত্র মারফত। প্রধানমন্ত্রী হওয়ার পরপরই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক সারতের নরেন্দ্র মোদী। সেসবের অধিকাংশতেই দেখা না মিললেও এবার মোদীর মুখোমুখি হতে চলেছেন মমতা।
এখানেই শেষ নয়, বিশেষ সূত্রে খবর, ১ মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই বৈঠকের ব্যাপারে কোনও তরফেই খাতায় কলমে কিছু জানানো হয়নি সরকারি ভাবে। কিন্তু সত্যিই যদি এই বৈঠকটি হয় তাহলে তা যে রাজনৈতিক ভাবে অতিমাত্রায় তাৎপর্যপূর্ণ হবে তা বলাই বাহুল্য।
কেন্দ্রের সঙ্গে বাংলার বিবাদ সুবিদিত। সম্প্রতি রাজ্যের একাধিক ইস্যুতে আইনশৃঙ্খলার প্রসঙ্গ টেনে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছে বিজেপি। পরপর সামনে আসা খুন, ধর্ষণ, সন্ত্রাসের ঘটনায় প্রশ্নের মুখে বাংলার শাসন ব্যবস্থা। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ ঠুকেছে বঙ্গ বিজেপি৷ তাই এহেন অবস্থায় মমতার ‘শাহি’ বৈঠক হলে তা যে একাধিক দিক থেকেই গুরুত্বপূর্ণ হতে চলেছে তেমনটাই মত পর্যবেক্ষক মহলের একাংশের।