শুধুই ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রচারে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা

বাংলাহান্ট ডেস্কঃ ঘোষিত হয়ে গিয়েছে উপনির্বাচনের দিনক্ষণ। আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুরের পাশাপাশি নির্বাচন রয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও। তবে ভবানীপুরে প্রচার করলেও, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)- এমনটাই জানালেন তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান।

করোনা আবহ চলতে থাকলেও, এরই মধ্যে নিয়ম মাফিক উপনির্বাচনের দিন স্থির করেছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে জানানো হয়েছে, এলাহি প্রচারের আয়োজন করা যাবে না। সংক্রমণের কথা মাথায় রেখেই প্রচারে নিয়ন্ত্রণ আনতে হবে রাজনৈতিক দলগুলোকে।

dbbkjc

তৃণমূল সূত্রের খবর, আগামী ২২ ও ২৩ শে সেপ্টেম্বর আগে থাকতেই জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে ভোট প্রচারে উপস্থিত হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু করোনা সংক্রমণের বিষয়টা মাথায় রেখে এবং নির্বাচন কমিশনের কথা মান্য করেই, ওই দুই কেন্দ্রের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন না মুখ্যমন্ত্রী। কারণ, মুখ্যমন্ত্রী প্রচারে গেলে, সেখানে ভিড় অনেক বেশি হবে বলেই মনে করছে সবুজ শিবির। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

কেন মুখ্যমন্ত্রী প্রচারে অংশ নিচ্ছেন না, সে বিষয়ে খোলসা করে কিছু না বললেও, তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভোটপ্রচারে আসবেন না, একথা রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখানে আমরা নিজেরাই উপনির্বাচনের জন্য প্রচার করব’।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর আসন বাঁচানোর লড়াইয়ের উপনির্বাচনের দিন স্থির হয়েছে আগামী ৩০ শে সেপ্টেম্বর। ওই দিন ভবানীপুরের পাশাপাশি নির্বাচন রয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী ৩ রা অক্টোবর।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর