‘লাকি চার্ম” কালীঘাটের বাড়ি থেকেই গণনা কেন্দ্রে নজর রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ এবারও প্রথা ভাঙবেন না তৃণমূল নেত্রী, গত দু’বারের মতই এবারও কালীঘাটের বাড়িতে বসেই গণনার দিকে নজর রাখবেন তিনি। একদিন আগে দলীয় প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বার্তায় জয়ের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গণনা কেন্দ্রে যাওয়া দলীয় কর্মীদের জন্যও জারি করেছিলেন সাবধানি বার্তা। তিনি বলেছিলেন, কেউ কিছু দিলে খাবেন না। প্রথমের দিকে পিছিয়ে থাকলেও আমরাই জিতব। তাই গণনা কেন্দ্র ছেড়ে যাবেন না।

২০১১ সালের বিধানসভা নির্বাচনের গণনার দিন নিজের কালীঘাটের বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী। সেবার সকাল ১১টার আগে ঘর থেকে বের হননি তিনি। ২০১৬ সালেও দেখা গিয়েছিল একই চিত্র। সেবারও তিনি কালীঘাটের বাড়িতে বসেই গণনার দিকে নজর রেখেছিলেন। আর এবারও তিনি কালীঘাটের বাড়ি থেকেই গণনার দিকে নজর রাখবেন।

করোনার কারণে এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি ফল প্রকাশের পরেও তৃণমূলের নেতা-নেত্রীরা ওনার বাড়িতে প্রবেশ করতে পারবেন না। তবে হাতেগোনা কজন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করার অনুমতি পাবেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর