বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, আকাশপথে অর্থাৎ কপ্টারে করে প্লাবিত এলাকা ঘুরে দেখবেন তিনি।
ঘূর্ণিঝড় ইয়াসের (cyclone yaas) দাপট সরাসরি কলকাতায় না পড়লেও, বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে দিঘা এবং সুন্দরবন সংলগ্ন এলাকা। প্রথম থেকেই বাংলার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মায়ের মতই রাজ্যবাসীকে আগলে রাখার আশ্বাস দিয়েছিলেন। এমনকি রাত জেগেও নজরদারি করেছেন তিনি। সেইমতই তিনি জানান, আগামীকালও পরিস্থিতি খারাপ থাকার সম্ভাবনা রয়েছে, কেউ যেন বাড়ি থেকে না বেরোন।
রাজ্যে বিপর্যয় পরবর্তীতে ক্ষয়ক্ষতির হিসাব দেওয়ার পাশাপাশি এলাকাবাসীর জন্য করা ব্যবস্থার কথাও জানান। তিনি বলেন, ‘প্রায় ১ কোটি মানুষ এই দুর্যোগের শিকার হয়েছেন। জলের তোড়ে ৩ লক্ষের বেশি বাড়ি এবং ১৩৪টি বাঁধ ভেঙে গিয়েছে। ইতিমধ্যেই ১৫ লক্ষ ৪ হাজার ৫০৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কৃষিকাজ, মৎস চাষের অনেক ক্ষতি হয়েছে’।
পাশাপাশি তিনি আরও বলেন, ‘দিঘা, শংকরপুর তাজপুর, রামনগর, কাঁথি, নন্দীগ্রাম, কোলাঘাট, শ্যামপুর, কালীঘাট, চেতলা রাসবিহারী, সন্দেশখালি, নামখানা, পাথরপ্রতিমা, বাসন্তী, ক্যানিং ১-২, বজবজ, সুতাহাটা, দেশপ্রাণ সহ বেশকিছু জায়গা জলের তোড়ে প্লাবিত হয়ে পড়েছে। ১৪ হাজার ত্রাণ শিবির চলছে। শুকনো খাবার ও পথ্যের সঙ্গে সঙ্গে মানুষের থাকার জন্য ১০ লক্ষ ত্রিপলও বিলি করা হয়েছে’।
অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘শুক্রবার দুপুরে হেলিকপ্টারে করে হিঙ্গলগঞ্জ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশপথেই পরিদর্শন করবেন সন্দেশখালি, ধামাখালি-সহ বিস্তীর্ণ এলাকা। সেখান থেকে বিপর্যয় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে দিঘায় যাবেন তিনি। পরদিন বসবেন প্রশাসনিক বৈঠকে। তারপর ২৯ শে মে কলকাতা ফিরবেন তিনি’।