ভোটের ফল প্রকাশের আগের দিনও পুনরায় কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

 

বাংলা হান্ট ডেস্ক :-
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর গর্জে উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম। ফের নির্বাচনী প্রক্রিয়ার ফল প্রকাশের আগেই আবার তিনি লিখলেন আর একটি কবিতা। এবার তাঁর কবিতার মূল উদ্দেশ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধেই।

 

নির্বাচন প্রক্রিয়া চলার সময় তিনি বহুবার নির্বাচন কমিশনের একমুখী স্বভাবের কথা বলেছেন। তাঁর অভিযোগ ছিল কেন্দ্রীয় বাহিনীও এবার নিদেনপক্ষে যথেষ্ট দলীয় সমর্থন অনুযায়ী প্রক্রিয়া কার্য দেখেছে। এছাড়াও এক্সিট পোলের সময় তিনি বলেছিলেন, ইভিএম মেশিন লোপাট করার কথা যা অনেকাংশেই কখনও সত্যি বলে জনসাধারণের মনে হয়েছে। তাই এসবের বিরুদ্ধেই তিনি লিখলেন খানিকটা এভাবেই,

2e72e images 96

জরুরী
সবটাই জরুরী-
কিছু কথা ছিল,
ওটাও জরুরী।
মধ্য রাতে সিদ্ধান্ত-
ওটাও জরুরী।
ভিলেনের মাঠে এ খেলা-
তাতেও জরুরী।
বিচারে বিধ্বস্ত-
ওটাও জরুরী।
গণতন্ত্র গুহায়-
ওটাও জরুরী।
প্রতিবাদ করবে?
না হুজুর-জরুরী।
মাথা খুটে কাঁদো
অশ্রুতেও জরুরী।
কি দেখলে নির্বাচন?
নির্বাসনও কি জরুরী?

সম্পর্কিত খবর