প্রচণ্ড রেগে মুখ্যমন্ত্রী! এবার মোদীকে কড়া ভাষায় চিঠি লিখছেন মমতা ব্যানার্জি

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় নির্বাচনের মরশুমে ফের মাথা চাড়া দিয়েছে করোনা ভাইরাস। এবার এই করোনাকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। তাঁর কথায়, ‘টাকা নিয়ে বসে আছে, ভ্যাকসিন দিচ্ছে না। দুমাস আগে ফোনে ভ্যাকসিন চেয়েও, পাইনি। এবার স্ট্রং লেটার লিখব’।

দেশের শুরু হয়ে গেছে করোনার দ্বিতীয় ঢেউ। এর আঁচ ছড়িয়ে পড়েছে বাংলাতেও। একদিকে চলছে নির্বাচনী মরশুম, আর অন্যদিকে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড সীমা পার করে যাচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারকেই এক হাত নিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

mamata 123

রবিবার রাজ চক্রবর্তী ও কাজল সিনহার সমর্থনে খড়দায় সভা করতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানে গিয়েই কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণাত্মক বাণে বিঁধলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘ছয় মাস ধরে বহিরাগত গুন্ডাদের এখানে এনে বসিয়ে রেখেছে। যাদের মধ্যে বেশিরভাগদের করোনা হয়েছে, পরীক্ষাও করায়নি। ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, যা ইচ্ছে তাই বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির প্রচারে এসে, দেশে করোনা ছড়িয়ে দিল’।

করোনা সংক্রমণের হার কমিয়ে এনেছিলেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘প্রায় অনেকটাই সারিয়ে এনেছিলাম। কিন্তু প্রচারের সভার জন্য গুজরাট থেকে লোক এনে প্যান্ডেল করছে। বাংলার মানুষ যেন কাজ না পায়, সেই মানসিকতা ওদের!’

বাংলাকে প্রয়োজনীয় ভ্যাকসিন দেয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ওষুধ নেই দেশে। দুমাস আগেই প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম, ওষুধ দেওয়ার জন্য বলেছিলাম। কোন কর্ণপাত করেনি। টাকা নিয়ে বসে আছে, ভ্যাকসিন দিচ্ছে না। দুমাস আগে ফোনে ভ্যাকসিন চেয়েও, পাইনি। এবার স্ট্রং লেটার লিখব। এখনও ৫.৪০ লক্ষ ডোজের প্রয়োজন’।


Smita Hari

সম্পর্কিত খবর