টিকা উৎপাদনের জন্য জমি দিতে প্রস্তুত বাংলা, মোদীকে চিঠি লিখে জানালেন মমতা

বাংলাহান্ট ডেস্কঃ ইস্যু যখন টিকার উৎপাদন, তখন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে (narendra modi) সাহায্যপূর্ণ চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। করোনা আবহে টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের দিনে ভ্যাকসিনের সংকট থাকায় বর্তমানে শুধুমাত্র ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

ভ্যাকসিনেশনের প্রথম পর্বে যারা ভ্যাকসিন নিয়েছিলেন, তাঁদের মধ্যেই এখন দ্বিতীয় ডোজ পাওয়ার সংশয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও সিংহভাগ মানুষের এখনও ভ্যাকসিন গ্রহণ বাকি পড়ে আছে। এই পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবেশি দেশ থেকে শুরু করে বন্ধু দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। নানারকম চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করছে।

nnnjnafeb

এবার প্রধানমন্ত্রী মোদীকে সাহায্যপূর্ণ চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভ্যাকসিন প্রস্তুত করতে বাংলায় জমি দিতে রাজি- এমনটা জানালেন। চিঠিতে তিনি লেখেন, ‘করোনা আবহে সংক্রমণ ঠেকাতে টিকাকরণই একমাত্র উপায়। কিন্তু দেশে টিকার উৎপাদনের তুলনায় গণটিকাকরণ সম্ভব নয়’।

তিনি লেখেন, দেশের প্রায় ১৪০ কোটি এবং তার মধ্যে বাংলার রয়েছে প্রায় ১০ কোটি মানুষ। সকলকেই টিকা দেওয়া আবশ্যক। কিন্তু বর্তমানে খুব অল্প সংখ্যক মানুষই টিকা পেয়েছেন। চাইলে বাংলায় টিকা উৎপাদনের শাখা খোলা যেতে পারে। রাজ্য সরকার সবরকম সাহায্য করবে’।

vvhvshbjna

 

বিদেশী সংস্থার বিষয়ে তিনি লেখেন, ‘বিশ্বে বর্তমানে একাধিক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা রয়েছে। সময় নষ্ট না করে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতামত নিয়ে নির্ভরযোগ্য সংস্থাকে শনাক্ত করে টিকা উৎপাদনের ব্যবস্থা করা হোক। দেশীয় সংস্থাগুলি চাইলে শাখা খুলতে পারে। টিকা উৎপাদনের জন্য বাংলার জমি দেওয়া হবে’।


Smita Hari

সম্পর্কিত খবর