ব্যবস্থা নিয়েছে প্রশাসন, অশান্তি ইস্যুতে বিজেপি- RSS-কে নিশানা করে জনতাকে খোলা চিঠি মমতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ‘মুর্শিদাবাদ থেকে মালদা, ওয়াকফ ইস্যুতে বিগত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। জাতীয় রাজনীতিতেও চর্চায় উঠে এসেছে বাংলার বর্তমান পরিস্থিতি। অশান্তির জেরে রাজ্য সরকার যখন প্রায় কোণঠাসা তখনই রাজ্যবাসীর উদ্দেশে খোলা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি বিজেপি এবং আরএসএসকে নিশানা করে শান্তি বজায় রাখার আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যবাসীকে খোলা চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

মুর্শিদাবাদ ইস্যু নিয়ে টালমাটাল পরিস্থিতি চলছে রাজ্য রাজনীতিতে। শাসক বনাম বিরোধী চাপানউতোরের মাঝেই রাজ্যবাসীকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রথমেই বিজেপি এবং আরএসএসকে কাঠগড়ায় তুলে তিনি লিখেছেন, ‘বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএস-ও আছে। আমি আগে আরএসএস-এর নায় নিইনি। কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে যে, রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে’।

Mamata Banerjee wrote open letter on ongoing violence

শান্ত থাকার আবেদন মমতার: মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বিভেদের রাজনীতি’ করতে চাইছে বিজেপি। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আবেদন জানিয়ে লিখেছেন, ‘দয়া করে ধীর ও শান্ত থাকুন। আমরা সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা করি এবং তাদের রুখবই। দাঙ্গার পেছনে আছে যে দুর্বৃত্তরা, তাদের কড়া হাতে দমন করা হচ্ছে। কিন্তু সেইসঙ্গেই, পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণ আমাদের এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে, পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে’।

আরো পড়ুন : এক ধাক্কায় একগুচ্ছ সিনেমা ছাঁটাই নেটফ্লিক্সের! সময় থাকতে দেখে নিন প্রিয় ছবি

কী ব্যবস্থা নেওয়া হয়েছে: এরপরেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রামনবমী দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল প্রথমে। ওয়াকফ আইনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করেই অশান্তি লাগানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর দাবি, বিজেপি যা প্রচার করছে তা মিথ্যে এবং সংকীর্ণ। তাতে বিশ্বাস না করার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো লিখেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের দুজন অফিসার ইন চার্জকে সরানো হয়েছে। তদন্ত চলছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্য, এইসব রাজ্যে প্রতিবাদ মিছিল করতেই দেওয়া হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে এমন সংবিধান বিরোধী কোনো ব্যবস্থা নেই।

আরো পড়ুন : এক ঘুষিতে অজ্ঞান, অমিতাভকে প্রায় কোমায় পাঠিয়ে দিয়েছিলেন বছর ২১-এর এই অভিনেতা!

খোলা চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি, যারা দাঙ্গা শুরু করে, তারা বাইরে থেকে এসে দাঙ্গা বাধিয়ে পালায়। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে দাঙ্গা বাধানো ওই মানুষদের বিশ্বাস না করার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। এর আগেও মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন, কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে শান্ত থাকতে। এবারও একই আবেদন করে সকলকে ধীর, শান্ত থাকার আর্জি জানিয়েছেন তিনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X