কুড়মালি ভাষাতেও কবিতা রয়েছে মুখ্যমন্ত্রীর! আঞ্চলিক ভাষাপ্রীতির কথা জানালেন নিজেই

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য চালানোর পাশাপাশি কবিতা, গান, ছবি আঁকার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আগ্রহের কথা সকলেরই জানা। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে গান, কবিতার পংক্তি বলতে শোনা যায়। বিভিন্ন সময়ে তিনি নিজেও বলেছেন, একাধিক ভাষা তিনি জানেন। তাতে লেখেনও।

প্রশাসনিক ব্যস্ততা, রাজনৈতিক নানা কর্মসূচির মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাহিত্য চর্চা বিভিন্ন সময় আলোচিত হয়েছে। ইতিমধ্যেই তার রচিত ‘কবিতা বিতান’ কবিতাসমগ্রের জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কবিতা বিতান গীতবিতানের মতোই বৃহদায়তন বলেন তাঁর অনুগামীরা। একটি বইয়ে ৯৪৬টি কবিতা। শুধু বাংলা ভাষাতেই নয়, উর্দু, ইংরাজি, সাঁওতালি ভাষাতেও লেখা রয়েছে তাঁর।

সোমবার পুরুলিয়ায় মমতা জানালেন, কুড়মালি ভাষাতেও তাঁর কবিতা রয়েছে। সব আঞ্চলিক ভাষাকেই সম্মান জানায় তাঁর সরকার। তাঁর দাবি, জঙ্গলমহলের প্রভূত উন্নতি হয়েছে তাঁর আমলে। এর পরেই মমতা বলেন, ‘‘কুড়মালি ভাষার স্বীকৃতির দাবি ছিল, করে দিয়েছি। আমি নিজেও কুড়মালি ভাষায় কবিতা লিখেছি। আদিবাসীদের জন্য সাঁওতালি ভাষায় পড়াশোনার সুযোগ আমরাই করে দিয়েছি।’’

জানা গিয়েছে যে, মঙ্গলবার পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মিসভা করেন। সেখানে তিনি তৃণমূল সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সম্পর্কে বিস্তারিত ব্যাখা করেন‌। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক বছর আগে তৎকালীন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী কুড়মালি ভাষার স্বীকৃতি দাবি করেছিলেন। একাধিক কুড়মি-সংগঠন মুখ্যমন্ত্রী মমতার কাছেও এ নিয়ে দাবি-সনদ দেয়। সে সময় জঙ্গলমহলের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কুড়মিদের দাবিগুলি খতিয়ে দেখে সরকার উপযুক্ত পদক্ষেপ করবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর