পিছন থেকে ধাক্কা! নেপথ্যে কে? কপালে তিনটি, নাকে একটি সেলাইয়ের পর এখন কেমন আছেন মমতা?

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমে শোনা যাচ্ছিল বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে কপালে চোট পান মমতা। পরে এসএসকএএমের অধিকর্তা ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী! আর তাতেই দুর্ঘটনা।

গতকাল সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। মমতাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। SSKM সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি সেলাই পড়েছে। নাকে একটি সেলাই পড়েছে। গতকাল রাতে তৃণমূলের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে মুখ্যমন্ত্রীকে আচ্ছন্ন অবস্থায় দেখা গিয়েছে।

এসএসকেএম তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কপালে ও নাকে গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাকে দেখেন। হাসপাতালে মমতার প্রয়োজনীয় ড্রেসিং করানো হয়। বেশ কয়েকটি সেলাই পড়েছে।

পাশাপাশি ইসিজি, ইকো কার্ডিওগ্রাম, ড্রপলার, সিটি স্ক্যান করানো হয়েছে। আপাতত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। তবে মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকতে চান নি। রাতেই এসএসকেএম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রাত ১০টা নাগাদ খানিকটা স্থিতিশীল হলে বাড়ি ফিরে আসেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই তার চিকিৎসা চলবে। হাসপাতালে সূত্রে খবর, আজ ফের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন চিকিৎসকেরা। তবে বাড়ির চত্বরেই কে মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিল সেই নিয়ে রহস্য তৈরী হয়েছে।

mamata banerjee

আরও পড়ুন: বঙ্গোপসাগরে অ্যান্টি-সাইক্লোন! দক্ষিণবঙ্গে জারি হল কমলা সতর্কতা: আজকের আবহাওয়ার খবর

ঘটনার পর মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ও জানান, কিছু ধাক্কা লেগে বাড়িতেই পড়ে গিয়েছেন মমতা। দুর্ঘটনার পর গতকাল সর্বক্ষণ মমতার সঙ্গেই ছিলেন অভিষেক। রাতে অভিষেক নিজের গাড়ি করে মমতাকে হাসপাতালে নিয়ে যান।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর