জল্পনার ইতি! এ বছর গড়াবে না রথের চাকা! বিরাট ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ ধোঁয়াশা ছিলই। এরই মাঝে এ বছর দিঘায় রথের চাকা (Jagannath Mandir Digha) গড়াবে না বলে ঘোষণা করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে। তা শেষ করতে সময় প্রয়োজন। তাই এ বছর বাদ দিয়ে পরের বছর থেকেই রথযাত্রা (Rath Yatra)  শুরু হবে দিঘায়।

দিঘায় জগন্নাথের রথযাত্রা নিয়ে মমতার বার্তা

এদিন টুইট বার্তায় মমতা জানিয়েছেন,’ আগামী বছর থেকে দিঘায় রথযাত্রা করা হবে। কিছু কাজ এবং প্রক্রিয়া এখন পর্যন্ত অসম্পূর্ণ, এবং পরের বছর রথের চাকা চলতে শুরু করার আগে সেগুলি শেষ করা দরকার।’ উল্লেখ্য, ২০১৮ সালে পুরীর আদলে দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। তবে মাঝে কোভিড অতিমারীর জেরে বেশ কিছুদিন বন্ধ ছিল কাজ। এখনও সেই মন্দির নির্মাণের কাজ শেষ হয়নি।

এখনও নির্মিয়মাণ পর্যায়েই রয়েছে দিঘায় জগন্নাথের মন্দির (Jagannath Mandir Digha)। পাশাপাশি মূর্তির প্রাণপ্রতিষ্ঠা কবে হবে, সেই বিষয়েও ধোঁয়াশা রয়েছে। জগন্নাথ মন্দিরের কাজ কবে শেষ হবে, তা নিয়েও স্পষ্ট কিছু সামনে আসেনি। তবে মমতার বার্তার পর মনে করা হচ্ছে আগামী বছর রথযাত্রার আগেই তা সম্পন্ন হবে।

গতকালই নির্মীয়মাণ জগন্নাথ মন্দির চত্বরে তিনটি রথের কাঠামো দেখা গিয়েছিল। প্রশাসন সূত্রে খবর মিলেছিল ওড়িশা থেকে দক্ষ কারিগর ১৫ ফুট উচ্চতা সম্পন্ন এই রথগুলি নির্মাণ করেছে। পুরীর আদলেই রথের মাথায় বসানো হয়েছে চূড়া। একদিকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি রথের কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। সেগুলির মোড়ক এখনও খোলা হয়নি। জানা গিয়েছিল, মন্দিরের অন্দরসজ্জার কাজ শেষ হওয়ার পরেই মূর্তিগুলিকে স্থাপন করা হবে বলে।

Ratha Yatra 2024

আরও পড়ুন: একটু পরেই বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি শুরু হবে কলকাতা সহ এই সব জেলায়: আবহাওয়ার খবর

ওদিকে সুদূর রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে এসে পৌঁছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি চলে এসেছে। রথযাত্রার উৎসব নিয়ে প্রস্তুতি যে তুঙ্গে ছিল তা বোঝার অবকাশ রাখে না। প্রশাসন সূত্রে খবর মিলেছিল, নতুন জগন্নাথ মন্দির ওল্ড দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক থেকে পুরনো দিঘার জগন্নাথ ঘাটের পুরনো মন্দিরে গিয়ে তা শেষ হবে। যদিও কে এই রথের উদ্বোধন করবে, কী ভাবে গোটা পর্ব সম্পন্ন হবে, সেই নিয়ে ধোঁয়াশা ছিল। এরই মধ্যে এ বছর দিঘায় রথযাত্রা (Jagannath Mandir Digha) হচ্ছে না বলে ঘোষণা করলেন মমতা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর