তামিলনাড়ুতেও শুরু মমতা ব্যানার্জীর প্রচার, দেওয়াল লিখনে ‘আম্মা’ রূপে তুলে ধরা হল মুখ্যমন্ত্রীকে

বাংলাহান্ট ডেস্কঃ তামিলনাড়ুতে (tamil nadu) ‘আম্মা’ রূপে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর দেওয়ালে পড়ল বাংলার মুখ্যমন্ত্রীর ছবি, তুলে ধরা হল ‘আম্মা’ রূপে। স্যোশাল মিডিয়ায় এখন হইচই পড়ে গিয়েছে সেই ভাইরাল হওয়া দেওয়াল লিখনের ছবি নিয়ে।

একুশের বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন নিয়ে বিজেপির বাংলা জয়ের স্বপ্ন কার্যত অধরাই থেকে গেছে। একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাংলার ক্ষমতায় আবারও ফিরেছে তৃণমূল শিবির। বাংলার মসনদে আবারও মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee's campaign in Bengal also started in Tamil Nadu

বাংলায় ক্ষমতায় ফিরেই, দলকে সর্বভারতীয় স্তরে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে তৃণমূল। গোটা দেশে সবুজ শিবিরের মাহাত্ম্য ছড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ঘাসফুল বাহিনী। সেইমত প্রস্তুতিও শুরু হয়ে গেছে দিকে দিকে। বাংলার বাইরে একাধিক রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করতে বদ্ধ পরিকর তৃণমূল বাহিনী। ইতিমধ্যেই ২০২৪ -এর লোকসভা নির্বাচনে মোদী বিরোধী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে শুরু করেছে বেশকিছু বিরোধী শিবির।

সেই লক্ষ্যে এগিয়ে সকল বিজেপি বিরোধী দলগুলকে এক হওয়ার জন্য আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আবারও শোনা যাচ্ছে, ২৪-শে দিল্লী জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গিয়ে, ২১ শে জুলাইয়ের মঞ্চকেই হাতিয়ার করছে তৃণমূল। এদিন ত্রিপুরা- পাঞ্জাবসহ বেশ কয়েকটি রাজ্যের পাশাপাশি রাজধানী দিল্লীতেও ভার্চুয়ালি ভাবে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর ভাষণ।

তবে এসবের মধ্যে তামিলনাড়ুতে জয়ললিতার জায়গায় ‘আম্মা’ রূপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থান দেওয়াটা, রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। সেই দেওয়াল লিখন ভাইরালও হয়েছে স্যোশাল মিডিয়ায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর