উৎসব জুড়ে মমতার গান! এবার মুখ্যমন্ত্রীর নিজের লেখা ও সুর করা ৩২ টি গানের ‘কনসার্ট’ হবে কলকাতায়

বাংলা হান্ট ডেস্কঃ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা এবং সুর কারা গান নিয়ে একটি পুরোদস্তর কনসার্ট হতে চলেছে কলকাতার বুকে। আগামী ১২ই জানুয়ারি রবিবার কসবার রাজডাঙা খেলার মাঠে সূচনা হবে পিঠেপুলি উৎসবের। এই উৎসব শুরুর দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা ৩২ টি গান নিয়ে এই গানের কনসার্ট-র  আয়োজন করা হবে কলকাতার রাজডাঙ্গা এলাকার ১০৮ নম্বর ওয়ার্ডে।

মমতার (Mamata Banerjee) লেখা ও সুর করা গানের ‘কনসার্ট’ হবে কলকাতায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা এবং সুর করা গানের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। তার থেকেই মোট ৩২ টি বাছাই করা গান গাওয়া হবে ওই কনসার্টে। গান গাইবেন ইন্দ্রনীল সেন শ্রীরাধা বন্দোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্যের মতো শিল্পীরা। প্রসঙ্গত সারা বছর ধরেই প্রত্যেকটি বিশেষ অনুষ্ঠান উপলক্ষে নিজেই গান লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েক বছর ধরে পুজোতেও মমতার (Mamata Banerjee) লেখা এবং সুরকারা গান প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে। এবার দেখা গিয়েছে দুর্গাপূজা শুধু নয় কালীপূজা ভাইফোঁটা এমনকি বড়দিনের মতো উৎসবেও আলাদা আলাদা করে গান গেয়ে এবং গান লিখে সুর করেছেন মমতা। সম্প্রতি বড়দিনের আগেই ১৯ ডিসেম্বর অ্যালেন পার্কে বড়দিন উৎসবের সূচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সব অনুষ্ঠানেই আমি গান লিখি, তাই ভাবলাম বড়দিন কেন বাকি থাকবে! দুদিন আগে হাঁটতে হাঁটতে আমি গান লিখে ফেলেছি’।

আরও পড়ুন: দিলীপ না শুভেন্দু? কে হচ্ছেন বঙ্গ বিজেপির ‘ফুলটাইম’ রাজ্য সভাপতি? মুখ খুললেন সুকান্ত

তবে শুধু গান লেখাই নয়। সেই গানের সুর করে তাকে পূর্ণাঙ্গ রূপও দিয়েছেন মমতা। এই সমস্ত গান লিখে সুর করার পর তা শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী সোঁপেছেন  রাজ্যের মন্ত্রী তথা শিল্পী ইন্দ্রনীল সেনের ওপর। বড়দিনেও তার লেখা গান ইন্দ্রনীল এবং শ্রীরাধাকে দিয়ে গাইয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে পুজোর সময় অরূপ বিশ্বাসের বিখ্যাত পুজো  সুরুচি সংঘের থিম সং লিখে এবং সুর করে দিয়েছিলেন মমতা। সেই গান গাওয়ানো হয়েছিল শ্রেয়া ঘোষালকে দিয়ে।

Mamata Banerjee

প্রসঙ্গত কসবার  ওই অনুষ্ঠানের আয়োজক হলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। গত ৫ বছর ধরে রাজডাঙার  উৎসবকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন সুশান্ত। টানা পাঁচ দিন ধরে চলতে থাকা  এই উৎসবে আসেন প্রচুর লোকজনও। এবার ওই উৎসবে নতুন মাত্রা যোগ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গানের কনসার্ট।

সুশান্ত ঘোষের কথায়, ‘মুখ্যমন্ত্রীর অনেক গান গোল্ডেন ডিস্ক পেয়েছে। সেগুলি নিয়েই এবার কনসার্ট করার পরিকল্পনা করেছি। প্রসঙ্গত কিছুদিন আগেই এই তৃণমূল নেতাকে তার বাড়ির সামনে গুলি করে মারার চেষ্টা করেছিল এক আততায়ী। এই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর