বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে ভোটের দামামা বাজতেই শাসক-বিরোধী সব শিবিরই ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনী প্রচারে। আর সেখানে গিয়ে একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। এমনকি পোস্টের ছিঁড়ে ফেলার ঘটনাও অহরহ দেখতে মেলে। তবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে টিপ, সিঁথিতে সিঁদুর সেই তালিকায় নয়া সংযোজন। আর এই বিকৃত ছবি ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজনীতি। শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।
এহেন কাণ্ড ঘটল পূর্ব বর্ধমানের (Bardhaman) ভাতারের নিত্যনন্দপুরে। সেখানে তৃণমূল প্রার্থী (TMC Candidate) মানগোবিন্দ অধিকারীর সমর্থনে ফ্লেক্স পড়েছিল সর্বত্র। তাতেই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বর্ধমানের ভাতার। তৃণমূলের অভিযোগ, ‘বিজেপির দলীয় কার্যালয়ের পাশেই এই ফ্লেক্স লাগানো ছিল। সেই মত স্বাভাবিকভাবেই অভিযোগের তিরে গেরুয়া শিবির। শাসকদলের অভিযোগ রাতের অন্ধকারেই এই কাজ করা হয়েছে। আর এই বিকৃত ছবি (Distorted Image) গ্রামবাসীদের সামনে আসে সোমবার সাতসকালেই।
এনিয়ে তৃণমূলের (TMC) আরও অভিযোগ, ‘নেত্রীর (Mamata Banerjee) ছবি বিকৃত হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটি একটি নোংরা রাজনীতি। আর তা তৃণমূল মেনে নেবে না বলেই জানানো হয়। শাসকদলের ভাতার ব্লক যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি জুলফিকার আলীর অভিযোগের নিশানা সরাসরি গেরুয়া শিবিরের (BJP) দিকে। কারণ তাঁর দাবি ওই ফ্লেক্সটি লাগানো ছিল বিজেপির কার্যালয়ের একেবারে পাশেই। এনিয়ে থানার অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের দ্বারস্থও হতে পারেন বলে তিনি জানিয়েছেন।
তবে গেরুয়া শিবির এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে। স্থানীয় বিজেপি নেতা জানান, ‘বিজেপি যদি কোনও দিন রং লাগায়, তাহলে তা গেরুয়া রং হবে। তাঁর পাল্টা অভিযোগ বামেদের (CPIM) বিরুদ্ধে। তিনি দাবি করেন, যারা লাল ঝাণ্ডা নিয়ে ঘুরে বেড়ায় তারাই এই কাজ করেছে।’ পাশাপাশি তিনি এও জানান, ‘শাসকদল ভয় পাচ্ছে, তাই এসব অভিযোগ করছে।’