৫ দিনের জেলা সফরে মমতা, কবে, কোথায় কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখুন এক নজরে

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে ম্যারাথন কর্মসূচী নিয়ে ৫ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ৫ দিনের এই সফরে উত্তর থেকে দক্ষিণ সাত জেলায় পৌঁছবেন মমতা। সূত্রের খবর আজই হাসিমারা যাবেন মমতা। এরপর সোমবার উত্তরবঙ্গে (North Bengal) একাধিক কর্মসূচী রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

কোথায় কোথায় কর্মসূচী মমতার? তৃণমূল সূত্রে খবর, সোমবার উত্তরবঙ্গের কোচবিহার থেকে ময়দানে নামবেন মমতা। কোচবিহারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই দিনই আবার শিলিগুড়িতে (Siliguri) পাট্টা বিলি করবেন মুখ্যমন্ত্রী। পরদিন মঙ্গলবার দুপুরে রায়গঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান শেষে বিকেলে আবার বালুরঘাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। এককথায় উত্তরে ঠাসা কর্মসূচী।

মঙ্গলবার অনুষ্ঠান শেষে বালুরঘাটেই রাত্রিবাস করবেন মমতা। এরপর বুধবার প্রথমে মালদা হয়ে পরে মুর্শিদাবাদে এসে আরও এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ থেকে বুধবার নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছবেন। রাতে সেখানেই বিশ্রাম নেবেন মুখ্যমন্ত্রী। এরপর বৃহস্পতিবার শান্তিপুরে সরকারি অনুষ্ঠান রয়েছে মমতার। সেই অনুষ্ঠান মিটিয়ে সেইদিনই সোজা কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। রবিবার উত্তরবঙ্গ থেকে শুরু হয়ে বৃহস্পতিবার মমতার জেলা সফর শেষ হবে শান্তিপুরে।

আরও পড়ুন: ‘পূরণ করব…’, সিভিক ভলান্টিয়ারদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুশিতে আত্মহারা সকলে

আগামীকাল সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তার আগে শনিবার কোচবিহার রাসমেলা মাঠ পরিদর্শন করেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচবিহার শহর ও শহর লাগোয়া গ্রামে একাধিক হেরিটেজ প্রকল্পের কাজ চলছে। কিছু কিছু প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সেগুলোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।’

mamata banerjee 9 1705933414434 1705933527340

ওদিকে কোচবিহার, শিলিগুড়ি এসব সেরে বালুরঘাটে যাবেন মমতা। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বালুরঘাট সার্কিট হাউস সাজিয়ে তোলা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সোমবার রাতে এই সার্কিট হাউসেই রাত্রিবাস করবেন মমতা। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর জেলা সফর দলের নেতা ও কর্মীদের যে বেশ কিছুটা বাড়তি অক্সিজেন যোগাবে সেই বিষয়ে সন্দেহ নেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর