এবার লক্ষ্য ত্রিপুরা, মেঘালয়! দুই উত্তরপূর্ব রাজ্য জয়ের লক্ষ্যে ফেব্রুয়ারিতে আগরতলায় যাবেন মমতা

বাংলাহান্ট ডেস্ক : এ বছর ফেব্রুয়ারীতেই হতে চলেছে মেঘালয়ের (Meghalaya) বিধানসভা ভোট (Vidhan Sabha Election)। তাই দিনকয়েক আগেই প্রচারের উদ্দেশ্যে মেঘালয় থেকে ঘুরে এলেন রাজ্যের (West Bengal) মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি ভোটের প্রচারও করে এলেন তিনি। তবে, শুধুমাত্র কিন্তু মেঘালয় নয়, কদিন পরে ত্রিপুরাতেও যেতে চলেছেন তিনি। কারণ আগামী ১৬ই ফেব্রুয়ারী সেখানেও বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে।

জানা গিয়েছে, মমতা বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালানোর জন্যেই ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই ত্রিপুরায় পা রাখতে চলেছেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে যে, ফেব্রুয়ারীর ৬ ও ৭ তারিখে অন্তত দুই দিনের জন্য হলেও তিনি যাবেন ত্রিপুরা সফরে। পাশাপাশি মেঘালয়ে ভোটের জন্য দলের ইস্তেহার বের হতে চলেছে আগামী ২৪শে ফেব্রুয়ারী। আগামী ২৭শে ফেব্রুয়ারী মেঘালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠান।

   

তৃণমূল সূত্রে খবর, আগামী ৬ তারিখ মমতা কলকাতা থেকে আগরতলা পৌঁছতে চলেছেন। পাশাপাশি কথা আছে তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন বলেও জানানো হয়। এছাড়াও কথা আছে যে তিনি ৭ই ফেব্রুয়ারী আগরতলায় করতে চলেছেন একটি ‘রোড শো’। তারপরেই ফিরে আসবেন নিজের রাজ্যে। বলা বাহুল্য, এই বছরের বিধানসভা সভা ভোট নিয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল। কারণ তাঁদের ৬০ টি বিধানসভা আসনের প্রতিটি আসনের জন্য একাধিক আবেদন জমা পড়েছে বলে জানানো হয় তৃণমূল সূত্রে।

tmc flag

এই বছরের বিধানসভা ভোট নিয়ে অভিষেক বন্দোপাধ্যায় শুক্রবার একটি মিটিং করেন। এরপরেই ত্রিপুরার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যে এই ফেব্রুয়ারীতে ত্রিপুরা সফরে দু দিনের জন্য যেতে চলেছেন মমতা। মেঘালয়ের ভোটের ইস্তেহার উদ্বোধন করতে চলেছেন অভিষেক। এখানে ৬০ টি বিধানসভা আসনের মধ্যে ৫২ টি আসনে তৃণমূল কর্মীদের স্থান রয়েছে বলেও জানানো হয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর