শহিদ দিবসের আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল মমতা ব্যানার্জীর গান, ভাইরাল হল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ করোনার কোপে এবার ২১ শে জুলাইয়ে  ধর্মতলায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ দেখা যাবে না। তবে, জন সমাবেশ নিষিদ্ধ হলেও প্রতিবারের মত এবারও শহিদ স্মরণ কর্মসূচি পালন করবে তৃণমূল নেতৃত্ব।

রাত পোহালেই ২১ শে জুলাই, শহিদ তর্পণে এবার একুশে জুলাই এবার পাড়ার মোড়ে মোরে এবার একটি বিশেষ গান বাজবে তৃণমূল নেতা- কর্মীরা। মুখ্যমন্ত্রীর লেখা গান, ‘যৌবন জাগো নতুন ভোরে’। দলের সুপ্রিমো মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) লেখা গানে সুর দিয়েছেন সুরকার দেবজ্যোতি বসু।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/906264349868099/?t=15

গানে কণ্ঠ রয়েছে ‘সারেগামাপা’ অনুষ্ঠানের সফল ১১ জন শিল্পী। এছাড়াও রাজ্যের ৬ টি জেলার একাধিক শিল্পী এই অ্যালবামে গান গেয়েছেন। এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা সাড়া ফেলে দিয়েছে।

mamata banerjee 4pti jpg image 975 568 jpg 710x400xt 1

এবার ২১ জুলাইয়ের শহিদ স্মরণ করোনার জেরে ভার্চুয়ালভাবেই করবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহল। যেহেতু লকডাউনের জন্য জনসমাগম এবার নিষিদ্ধ , তাইই এমন পদক্ষেপ তৃণমূল থিঙ্কট্যাঙ্কের।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২১ জুলাই ২ টো থেকে বক্তব্য রাখবেন। সেই দিন ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবেন দলনেত্রী। জানানো হয়েছে , সোশ্যাল মিডিয়ায় মমতার পেজ-এর মাধ্যমে এই বক্তব্যের ভিডিও সকলে দেখতে পাবেন।


সম্পর্কিত খবর