রেড রোডে ঈদের নামাজ শেষ করে মমতা ব্যানার্জি বললেন ইভিএমে কারচুপি রয়েছে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ঈদের নামাজ পড়তে গিয়েও পিছু ছাড়ল না রাজনৈতিক বিতর্ক। কলকাতার রেড রোডে ঈদের জামাত শেষ করে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় মঞ্চের রাজনৈতিক কথা টেনে এনে বিতর্কের সূত্রপাত করলেন মমতা ব্যানার্জি।

এদিন মঞ্চ থেকে তিনি রাজ্য দেশ ও বিশ্ব শান্তির পক্ষে সওয়াল করেন। একবার তিনি মনে করিয়ে দেন সর্বধর্ম সমন্বয়ের কথা। কিন্তু ভাষণের একেবারে শেষে নাম না করে বিজেপিকে নিয়ে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন,যার যত তাড়াতাড়ি উত্থান হয়েছে পতনও হবে ততই তাড়াতাড়ি। এরা ইভিএম ক্যাপচার করে যত তাড়াতাড়ি সাফল্য পেয়েছে যত তাড়াতাড়ি বিদায় নেবে।

X