বাংলাহান্ট ডেস্কঃ জুন মাসে সিইএসসি (CESC) বিদ্যুৎ বিল নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। বহু মানুষের অভিযোগ, যা বিল তাদের গরমকালে আসত তার থেকে বর্ষাকালে তার তিন চার গুন বেশী আসছে। বিলের সমস্যা থেকে ছাড় পাননি খোদ বিদ্যুৎ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় নিজেও (Shovon Chatterjee)।
জানা গিয়েছে, বিদ্যুৎ মন্ত্রীও এবিষয়ে অনেক অভিযোগ পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বৈঠক করেন এবং জানতে চান, কীভাবে তৈরি করা হচ্ছে বিদুতের বিল, কীভাবে হিসেব কারা হচ্ছে জানতে চান তিনি।
এনিয়ে বিস্তারিত ব্যাখ্যা শহরের বহুল প্রচারিত সংবাদপত্রের বিজ্ঞাপন দিয়েছে কিন্তু কোনো রকম ব্যাখ্যাতেই সন্তুষ্ট হচ্ছে না গ্রাহকরা। সেই জন্য সিএসসির আধিকারিকদের আরেকবার ডেকে পাঠাবেন বলে জানান বিদ্যুৎমন্ত্রী।
একসঙ্গে এত মানুষের মাত্রাতিরিক্ত অংকের বিল আসা যে একেবারেই বিচ্ছিন্ন ঘটনা নয় তা কারোর বুঝতে বাকি নেই কারোর।
তাই এই অবস্থায় সিএসসি কে উপদেশ পত্র পাঠাচ্ছে রাজ্য সরকার। তাতে কার্যত হুঁশিয়ারি সুরে বলা হয়েছে যে, এক মাসের মধ্যে সমস্ত ভুল ত্রুটি ঠিক করতে হবে। এই সময়ের মধ্যে কোন বিল নেওয়া যাবেনা। বিল দিতে না পারলে বিদ্যুৎ-সংযোগে ছিন্ন করা যাবে না বলে জানান তারা।