মমতার নতুন কৌশল! অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিশেষ ভাতা দেবে রাজ্য

বাংলা হান্ট ডেস্ক: মমতার শাসনে রাজ্যের সরকারি চাকুরিজীবি এবং বেকাররা ভীষন ভাবে ক্ষিপ্ত। অনেকের আবার বক্তব্য বাংলায় একেবারে কর্মসংস্থান হয়নি বিগত দশ বছরে। ফলে তারা আর পাশে থাকতে চাইছেননা তৃণমূল সরকারের। লোকসভা ভোটে খারাপ ফলাফলের পর, তৃণমূলের থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব ভুলে নতুন কৌশলে মানুষের মন জয় করতে শুরু করেছেন।
3843b img 20190603 wa0002
সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এবার উৎসব ভাতা দেওয়া হবে, এতদিন শুধু কর্মরত কর্মচারীদেরই এই ভাতা দেওয়া হতো, এখন অবসরপ্রাপ্তদেরও দেওয়া হবে এই ভাতা।

রাজ্যের বিভিন্ন ধর্মালম্বী মানুষ এই ভাতা পাবেন তাদের ধর্মের সবথেকে বড় উৎসব উদযাপনের জন্য। ২৬,০০০ টাকার কম পেনশন যারা পান তারা প্রত্যেককে উৎসবের মরশুমে ২১০০ টাকা করে দেওয়া হবে।

   

সম্পর্কিত খবর