বাংলা হান্ট ডেস্ক: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিজেপিকে ঠেকাতে বাম-কংগ্রেসকে মহাজোটে বাঁধার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর এমন বার্তা কে, গেরুয়া শিবিরের জয় হিসেবে দেখেছেন বিজেপি সাংসদ মুকুল রায়,। তিনি বলেন, ”একক শক্তিতে বাংলায় বিজেপির সঙ্গে আর লড়াই করতে পারছেন না মমতা। পরোক্ষ ভাবে সেটাই স্বীকার করে নিলেন তিনি”।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে বলেন,”আমি বিশ্বাস করি না যে সিপিএম, কংগ্রেস দেশকে ধ্বংস করবে। এখন আমাদের একসঙ্গে প্রতিরোধ গড়া দরকার”। মুখ্যমন্ত্রীর এই সিপিএম-কংগ্রেসের সাথে পায়ে পা মিলিয়ে লড়াই করার প্রস্তাব কে, জোটবার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু মমতার এই বক্তব্য যে আসলে বাংলায় বিজেপির সাথে একক ভাবে লড়াই করতে না পারার স্বীকারোক্তি, কটাক্ষ করে বললেন বিজেপি নেতা মুকুল রায়।