কোভিড এর ইঞ্জেকশন চাইছি, নরেন্দ্র মোদি দিচ্ছেন না: মমতা ব্যানার্জী

দেশে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। যা নিয়ে আজই সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে মোদী ( Narendra Modi ) বৈঠক করছেন। করোনা সংক্রমণ রোধে নয়া নির্দেশিকাও জারি হতে পারে বলে করা হচ্ছে। তবে এই বৈঠকে উপস্থিত নন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। ওদিকে যখন সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী। তখনই গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্র থেকে এই টিকাকরণ ( Vaccination ) ইস্যুতেই মোদিকে একহাত নেন মমতা। তিনি সেখান থেকে হুঙ্কার তুলে বলেন, ভোটের আগে থেকেই টিকাকরনের টাকা দিতে প্রস্তুত ছিলেন তিনি,কিন্তু মোদি সরকার তা করতে দেয়নি।

এদিন তিনি আরও বলেন, ‘আমি চাই কোভিডের টিকা সবাইকে দেব। সবাইকে টিকা দিলে ভাল। কোভিড ( Covid )আবার বাড়ছে। আমি তো বলছি বিনা পয়সায় সবাইকে টিকা দেব। কিন্তু নরেন্দ্র মোদি তা দিচ্ছেন না। শুধু ভাষণ!’

Modi DD News 770x433 1

গোপীবল্লভপুর ( Gopiballavpur ) থেকে মমতা আরও বলেন যে, “ভোটের আগেই বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দেয়।” এ প্রসঙ্গে তিনি বিহার নির্বাচনের কথা টেনে আনেন। তিনি বলেন, সেখানে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও , বিজেপি তা দেয়নি। নির্বাচন এলেই এরা মিথ্যে কথা বলে। এদিন ঠিক এমন ভাবেই মোদিকে একহাত নেন মমতা।

ওদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ন্ত্রণ ও টিকাকরণের গতি , এই দুটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে ওই বৈঠকে মমতা ছাড়াও অনুপস্থিত আছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও।


সম্পর্কিত খবর