মুখ্যমন্ত্রীর নির্দেশ আমান্য কর্মীরা

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম :গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন, রাজ্যে আর কোনো বিজয় মিছিল করা যাবেন। কিন্তু আজ সকালে তারই কথা অমান্য করে আবির নিয়ে বক্স মাইক বাজিয়ে বিজয় মিছিলে মাতলেন বীরভূমের আহমেদপুর এর তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দরা।

এদিন সকাল দশটা নাগাদ আমোদপুর লোহাপুর এলাকা থেকে এই বিজয় মিছিল শুরু হয়। যেখানে সাঁইথিয়া ব্লক সভাপতির নির্দেশে মিছিল শুরু হয় । আমোদপুর শহর এলাকায় । মিছিল কে ঘিরে পুলিশ প্রশাসনের নিরাপত্তা ছিল করা। অপরদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে।

বোলপুরের লোকসভার নতুন বিধায়ক অসিত মালের জয়যুক্ত হওয়ায় বিজয় মিছিলে মাতলেন এলাকাবাসীরা। এই বিরোধীদের প্রশ্ন উঠছে, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্দেশ দিচ্ছেন,

8f008 img 20190607 wa0356আবার তারই দলের নেতা ও কর্মীরা উল্লাসে বিজয় মিছিল করছে ‘

সম্পর্কিত খবর