‘কাটমানি’ করলেই সোজা গ্রেপ্তার করা হবে : তৃণমূল নেতা নেত্রীদের হুঁশিয়ারি মমতার

বাংলা হান্ট ডেস্ক: এর আগেও কাটমানি নিয়ে দলকে সাবধান করেছেন মমতা। শুক্রবার তিনি ফের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতাদের। মমতা জানিয়েছেন যে এবার কাটমানির কোনো অভিযোগে এলেই গ্রেপ্তার করা হবে। তিনি আরও জানিয়েছেন, কারোর বিরুদ্ধে যদি টাকা নেওয়ার অভিযোগ আসে, তাহলে আর্থিক অপরাধ দমন শাখা লোকায়ুক্ত নিয়ম মেনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

67863 images 27

কাজের নামে এই চুরি-চামারি তিনি মানবেন না। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিলেন দলের কাউন্সিলরদের সভায়। এর আগেও তিনি পরিষ্কার বলেছিলেন, ‘টাকা নিলে ফেরত দিন’। শুক্রবার আরও জোর গলায় তৃণমূল নেত্রী গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন। নদিয়ার নেতা-কর্মিদের নিয়ে সভায় মমতা বলেন,”কাটমানি নিলে আর্থিক অপরাধ দমন শাখা, লোকায়ুক্ত কড়া ব্যবস্থা নেবে। প্রয়োজনে পুলিস গ্রেফতারও করবে। কাউকেই রেহাই করা হবে না”।

মঙ্গলবার, এই সভার পরেই জেলায় জেলায় কাটমানি ফেরতের দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। এই মাঝেই মমতার এই হুঁশিয়ারি সাফ প্রমাণ করে, দুর্নীতির প্রশ্নে কোন ছুট দেবেন না তিনি, সরাসরি কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর