বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি বিকেলের পর থেকেই বুলবুলের তাণ্ডবে খানিকটা ভয়ে ভয়েই রয়েছে শহরবাসী। আজ শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি নবান্ন ঢুকতেই তোড়জোড় শুরু হয়ে যায় সমস্ত মহলে৷ জানা গেছে যে আজ সারারাত নবান্নে উপস্থিত থেকে সমস্ত দিকে নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুলবুল আক্রান্ত প্রতিটি জেলার উপর কন্ট্রোল রুম থেকেই তিনি সার্বিক পরিস্থিতি বিশদে পর্যালোচনা করে দেখবেন৷ শুধু তাই নয় এমনকি প্রশাসনিক আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা৷
আজ সন্ধে হওয়ার পরেই সুন্দর বনে প্রবেশ করেছে বুলবুল৷ এবং এর প্রভাব শহরেও পড়বে৷ তাই আজ ছুটির দিন থাকা সত্ত্বেও নবান্নে এসেছেন মমতা। জানা গেছে রাতভর সেখানে থেকে তিনি বিভিন্ন দিকে নজরদারি চালাবে৷ ইতিমধ্যেই নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। টোল ফ্রি নম্বর হল ১০৭০ – ০৩৩ – ২২১৪৩৫২৬। এই কন্ট্রোল রুম আজ এবং কাল দুদিন খোলা থাকবে। এদিন মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সহ অন্নপ্রসনের আধিকারিকরা মমতার সাহায্যার্থে নবান্নে উপস্থিত থাকবেন৷ আজ নবান্নে ঢুকেই মুখ্যসচিব সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “অযথা আতঙ্কিত হবেন না৷ দয়া করে শান্ত থাকুন৷ উদ্ধার ও ত্রাণকার্যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন ৷ সতর্ক থাকুন৷ নিজের খেয়াল রাখুন ও নিরাপদে থাকুন৷”
উল্লেখ্য, সন্ধ্যার পর থেকে কলকাতাতেও বাড়বে হাওয়ার দাপট। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতার উপর দিয়ে। আজ সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। বেলা যত বেড়েছে ততই বেড়েছে বৃষ্টির পরিমাণ। ঘূর্ণিঝড় বুলবুল-এর দাপটে ঘাটালে শুরু হয়ে গিয়েছে ঝড়। ইতিমধ্যেই বিপর্যস্ত ঝড়খালি। হিঙ্গলগঞ্জে ফুলে ফেঁপে উঠেছে ইছেমতী নদী। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাতেও।