বাংলাহান্ট ডেস্কঃ নামমাত্র মূল্যে মাস্ক থেকে শুরু করে পিপিই বিক্রি করবার সিদ্ধান্ত নিল মমতার সরকার (mamata government) । রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের ফেয়ার প্রাইস শপে মাস্ক (mask) ও পিপিই (PPE) বিক্রি করা হবে। মাস্কের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৪ টাকা
তবে মাস্ক জনসাধারণের জন্য বিক্রি করা হলেও পিপিই বিক্রি করা হবে না বলেই জানা যাচ্ছে।মূলত প্রাইভেট চিকিৎসকদের জন্যই এই ব্যাবস্থা বলে জানা যাচ্ছে। ডাক্তারদের রেজিষ্ট্রেশন নম্বর উল্লেখ করে পিপিই কিনতে হবে।
বেঁধে দেওয়া হয়েছে দামও
রাজ্য সরকার জানিয়েছে, মাস্কের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৪ টাকা। পিপিই কিটের দাম ৪৬০ টাকা ( হট টেপ)। পাশাপাশি কুল টেপ পিপিই এর দাম ৪৩০ টাকা। বারবার ব্যাবহার করা যাবে এমন দ্বিস্তর পপলিন মাস্কের দাম ১৭ টাকা। চিকিৎসকরা ১০ টি করে পিপিই ও ২৫ টি করে মাস্ক কিনতে পারবেন।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেসরকারি চিকিৎসকরা৷ তাদের মতে এই মুহুর্তে রাজ্যে করোনার চাপ বাড়ছে। বেসরকারি চিকিৎসকদের জন্যও পিপিই কিট পরিধান করে চিকিৎসা পরিষেবা দেওয়া জরুরি। এই মুহুর্তে ন্যায্য মূল্যে মাস্ক চিকিৎসকদের অনেকটাই স্বস্তি দেবে।