ভোটের আগে কল্পতরু মমতা, সরকারি কর্মচারীদের  জন্য ভাতা বাড়ানো ও নতুন ভাতার ঘোষণা

একুশের ভোটের ( West Bengal Assembly Election 2021) আর দেরি নেই। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যজুড়ে৷ এই পরিস্থিতিতে ফের একবার কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)। নবান্ন থেকে তিনি প্রাণী মিত্র, প্রাণী বন্ধু ও ভিআরপিদের জন্য যেমন ভাতা বাড়ানোর ঘোষণা করলেন তেমনই নতুন ভাতা ঘোষণা করলেন দুয়ারে সরকার এর কর্মীদের জন্যও।

Mamata banerjee PTI 1

এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার কর্মীদের ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকারের কর্মীরা অত্যন্ত ভালো কাজ করছে। তাদের কাজের প্রশংসার পাশাপাশি তিনি তাদের জন্য মাসিক ৫ হাজার টাকা টিফিন ভাতারও ঘোষণা করেন। তিনি আরো জানান, যারা দিন-রাত এক করে সরকারের এই প্রকল্পকে বাস্তবায়িত করছেন তাদের শংসাপত্রও দেওয়া হবে।

একই সাথে প্রাণী বন্ধু ও প্রাণী মিত্র হিসাবে কাজ করা কর্মচারীদের ভাতা দেড় হাজার টাকা থেকে প্রায় দ্বিগুন করে তিন হাজার টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ভিআরপিরা অনেকদিন ধরেই ৩০ দিনের ভাতার দাবি জানাচ্ছিলেন। সেই দাবি মঞ্জুর করে মমতা জানিয়েছেন ভিআরপিদের ভাতা বাড়িয়ে ৫ হাজার  ২৫০ টাকা করা হলো।

জানিয়ে রাখি,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকুড়ার খাতরার প্রশাসনিক বৈঠক থেকে  ‘দুয়ারে দুয়ারে সরকার’ এর সূচনা করেছিলেন। জানানো হয়েছিল, ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত প্রশাসনের তরফে বিভিন্ন ব্লকে ক্যাম্প করা হবে৷ প্রতিদিন দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত করা হবে ক্যাম্প।

এই ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পে রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছে প্রশাসন। মানুষ যে পরিষেবা চাইবে তাকে তা সাথে সাথেই দেওয়ার চেষ্টা করা হবে। প্রশাসনের কাছে সেই সুযোগ না থাকলে তার তালিকা তৈরি করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই প্রকল্পের জন্য সরকারের ১০ টি সামাজিক প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জয় জোহর, তপশিলি বন্ধু ও একশ দিনের কাজ।


সম্পর্কিত খবর