মদপ্রেমীদের জন্য খুশির খবর, সেপ্টেম্বর মাস থেকেই মমতা সরকার কমাতে চলেছে মদের দাম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাস থেকে কমতে চলেছে মদের (liquor) দাম, মদপ্রেমীদের জন্য এমনটাই সুখবর শোনালো মমতা সরকার (mamata government) । সরকার সূত্রে জানা যাচ্ছে, বর্ধিত ৩০ শতাংশ কর আর লাগু হবে না রাজ্যে।

মদ/Alcohol

লকডাউনের কারনে রাজ্যের কোষাগারে টান পড়েছিল, যার জেরে মদের ওপর ৩০ শতাংশ অতিরিক্ত কর বসিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের আবগারি দপ্তর সম্প্রতি এক নির্দেশে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত লাইসেন্স প্রাপ্ত মদের ডিলারদের মদ তুলতে বা টাকা জমা দিতে নিষেধ করেছে। তবে বর্ধিত আবগারি শুল্ক কমে কত হবে তা এখনো জানা যায় নি।

প্রসঙ্গত, লকডাউনের তৃতীয় দফায় আরও বেশ কিছু বিষয়ের সঙ্গে মদের দোকান খোলার ক্ষেত্রেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছিল। একইসঙ্গে পান ও তামাকজাত পণ্য বিক্রির উপরেও বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। করোনার আবহে সুরাপ্রেমীদের জন্য সুখবর দিয়ে বাংলা, মহারাষ্ট্র, কর্নাটক ও অসমের মতো রাজ্যে খুলে গিয়েছিল স্ট্যান্ড অ্যালোন মদের দোকান।

একই সাথে রাজস্ব ঘাটতি কমাতে মদের ওপর অতিরিক্ত করোনা শুল্ক বসিয়েছিল রাজ্য সরকার। সবচেয়ে বেশি কর বসিয়েছিল দিল্লি সরকার। সেখানে ৭০ শতাংশ কর বসানো হিয়েছিল। বাংলায় বসানো হয়েছিল ৩০ শতাংশ অতিরিক্ত শুল্ক। এবার সেই শুল্কই কমাতে চলেছে রাজ্য

 

X