করোনার মধ্যেও পরিষেবা প্রদানে নজির গড়েছে মমতা সরকার, প্রশংসায় পঞ্চমুখ World Bank

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বের দরবারে আবারও প্রশংসিত হলেন মমতা ব্যানার্জি (mamata banerjee)। সাফল্যের মুকুটে যুক্ত হল আরও এক নয়া পালক। বর্তমানে করোনা পরিস্থিতি মধ্যেও বাংলার প্রতিটি ঘরে ঘরে রাজ্য সরকারের প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য মমতা সরকারের প্রশংসায় পঞ্চমুখ ইউনিসেফ (UNICEF) এবং বিশ্বব্যাংক (World Bank)।

বুধবার নবান্নে এক সাংবাসিক বৈঠকের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকে সরাসরি ‘দুয়ারে সরকার’ এবং ‘পাড়ায় সমাধান’ নামে দুটি বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই বই দুটো বিভিন্ন দেশ বিদেশের প্রধান ব্যক্তিত্বদের, এমনকি সাংবাদিকদেরও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

119728 bmjjgfbfxk 1557924654

পাশাপাশি এদিন রাজ্য সরকারের এই সমস্ত প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ‘দুয়ারে সরকার’, ‘চোখের আলো’, ‘পাড়ায় সমাধান’ এবং ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা পেয়েছেন প্রায় কোটিরও বেশি বঙ্গবাসী। এই বৈঠকেই সমস্ত ফিরিস্তি দেন মুখ্যমন্ত্রী।

বুধবারের এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন বিশ্বব্যাংক এবং ইউনিসেফের দুই প্রতিনিধি। বৈঠকে যোগ দিয়ে ইউনিসেফের প্রতিনিধি বলেন, ‘বাংলায় শিশুকন্যা এবং কিশোরীদের জন্য সরকারের চালু করা কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ প্রকল্পের সাহায্য পেয়েছে বহু মানুষ। এটি নিঃসন্দেহে প্রশংসার নজির রাখে। তবে বাংলার প্রতিটি মানুষ এই সকল প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে। তবেই তো সরকারি পরিষেবা আরও উন্নত হবে।

অন্যদিকে ভার্চুয়াল বৈঠক থেকে বিশ্বব্যাংকের প্রতিনিধি জুনেইদ কামাল আহমেদ বলেন, মহামারির মধ্যেও বাংলার সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প পৌঁছে দিয়েছে মানুষের মধ্যে। যার ফলে প্রায় ৯৫ শতাংশ সাধারণ মানুষ উপকৃত হয়েছেন, যা প্রশংসার নজির রাখে।


Smita Hari

সম্পর্কিত খবর