মমতার ছত্রছায়ায় আসতেই ক্লিন গুরুং, ৭০ টিরও বেশি মামলা প্রত্যাহারের নির্দেশ দিল সরকার

বাংলাহান্ট ডেস্কঃ বিমল গুরুং (bimal gurung)-এর বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহারের নির্দেশ দিল বাংলার সরকার (west bengal govt)। মমতা ব্যানার্জির ছত্রছায়ায় আসতেই সমস্ত দোষ মাফ হয়ে গেল গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুঙ্গের। সূত্রের খবর, কার্শিয়ং, কালিম্পঙ, দার্জিলিং-এ থাকা ৭০ টিরও বেশি মামলা প্রত্যাহার করার করার জন্য জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

কিছুদিন আগেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন বিমল গুরুং। তৃণমূলের আসার আগে তাঁর নামে হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় ৭০ টি মামলা ছিল। এবার দার্জিলিং পুলিশকে আইনি পথে বিমল গুরুং-এ নামের পাশ থেকে এই ৭০ টি মামলা তুলে নেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার।

Gurung Mamata

এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় টিপ্পুনি কেটে বলেছেন, ‘নির্বাচনের আগে এরকম অনেক কিছুই দেখা যাবে। এখন তো পাহাড় সমতলের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছে তৃণমূল সরকার’। এই বিষয়কে কটাক্ষ করে শিলিগুড়ির সিপিআইএম বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূলের ছত্রছায়ায় গেলে তাঁর জন্য একরকম আইন, আর বেরিয়ে গেলেই তাঁর জন্য অন্যরকম আইন। এটা খুবই হাস্যকর বিষয়’।

তবে এই বিষয়ে গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা রোশন গিরি অবশ্য কিছু জানেন না বলেই জানিয়েছেন। তাঁর কথায়, ‘এবিষয়ে আমি কিছু জানি না, কেউ আমাকে কিছু বলেনি’। একই সুর শোনা গেল পর্যটনমন্ত্রী গৌতম দেবের মুখেও। তাঁর বক্তব্য, ‘এখানে আমার কিছু বলার নেই। আইন আছে, তারাই সবটা দেখছে’।


Smita Hari

সম্পর্কিত খবর