এবার মিলবে ৮০০ টাকা করে বৃত্তি! OBC পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি (‌প্রথম থেকে অষ্টম)‌ বন্ধ করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার (Modi Government)। বৃহস্পতিবার সেই বৃত্তি চালু করবেন বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এই বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ছাত্রছাত্রীদের বিপদ বোধ করার কারণ নেই। কেননা দিদি রয়েছেন। বাংলার ওবিসি (OBC) ছাত্রছাত্রীদের জন্য এবার রাজ্য সরকারই ৮০০ টাকা করে ভাতা বা বৃত্তি (Scholarship) দেবে। পাশাপাশি মাননীয়া এই প্রকল্পের নাম রেখেছেন “মেধাশ্রী”।

এদিন আলিপুরদুয়ারে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বলেন, ‘‌কেন্দ্রীয় সরকার ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু, আমরা তাদের স্কলারশিপ দেবো। আমরা এবার থেকে রাজ্যের ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দেবো মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে। শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এবার থেকে স্কলারশিপ দেওয়া হবে। এমন ভাব দেখাচ্ছে যে, ওরা টাকা দিচ্ছে। ওবিসি ছাত্রছাত্রীদের টাকা বন্ধ করেছে। তবে আমরা পাশে আছি। কারও পড়াশোনা আটকাবে না।’‌

   

কেন্দ্রের সরকারকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি কাউকে কুকুর বলছি না। তবে বাংলায় একটা প্রবাদ রয়েছে। কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?” পাশাপাশি এদিন বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বন্দোপাধ্যায়। প্রসঙ্গত, শিক্ষা থেকে বৃত্তির জন্য কেন্দ্রের তরফে লাগাতার বরাদ্দ কমানো নিয়ে জাতীয় স্তরে অসন্তোষ প্রকাশ করেছে শিক্ষকদের সংগঠনও।

mamata flag

বৃহস্পতিবার চ্যালেঞ্জ ছুঁড়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ওবিসি ছেলেমেয়েরা পড়াশুনা করবে, বড় হবে—আমরা সবাই এটা চাই। ওরা যদি টাকা না দেয় তা হলে না দিক। আমরা চালিয়ে যাব। আমরা শিক্ষাশ্রী দিই, কন্যাশ্রী দিই, বিবেকানন্দ স্কলারশিপের টাকা দিই, এবার ওবিসি ছেলেমেয়েদেরও টাকা দেবো। আর দিল্লি যদি টাকা না দেয়, তাহলে এখান থেকে ওরা কীভাবে টাকা নিয়ে যায়, তাও এবার দেখব।’‌

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর